হজ্ব কত প্রকার ও কী কী? সংক্ষিপ্ত পরিচয়

প্রশ্ন :

হজ্ব কত প্রকার ও কী কী? সংক্ষিপ্ত পরিচয় জানালে উপকৃত হতাম।

উত্তর

بسم الله الرحمن الرحيم

হজ্ব তিন প্রকার। যথা-

হজ্বে ইফরাদ।

হজ্বে তামাত্তু।

হজ্বে কিরান।

হজ্বে ইফরাদ এর পরিচয়ঃ

হজ্বের এক সফরে শুধু হজ্ব আদায়ের উদ্দেশ্যে গমণ করা ও উমরা না করার নাম হল, হজ্বে ইফরাদ।

হজ্বে তামাত্তু এর পরিচয়ঃ

হজ্বে তামাত্তু হল হজ্বের মাসে প্রথমে উমরার জন্য ইহরাম বেঁধে গমণ করা, তারপর উমরা শেষে নতুন করে হজ্বের জন্য ইহরাম বেঁধে হজ্ব আদায় করা।

হজ্বে কিরান এর পরিচয়ঃ

এক ইহরামে প্রথমে উমরা তারপর হজ্ব আদায় করাকে বলা হয়।

হজ্বে কিরান ও তামাত্তু এর জন্য দমে শুকর হিসেবে কুরবানীর দিন কুরবানী করা আবশ্যক। কিন্তু ইফরাদের জন্য দমে শুকর নেই।

الْقَارِنُ هُوَ أَنْ يَجْمَعَ بَيْنَ إحْرَامَيْ الْحَجِّ وَالْعُمْرَةِ مِنْ الْمِيقَاتِ (الفتاوى الهندية، كتاب المناسك، الباب السابع فى القران-1/237)

وَالْمُتَمَتِّعُ مَنْ يَأْتِي بِأَعْمَالِ الْعُمْرَةِ فِي أَشْهُرِ الْحَجِّ أَوْ يَطُوفُ أَكْثَرَ طَوَافِهَا فِي أَشْهُرِ الْحَجِّ ثُمَّ يُحْرِمُ بِالْحَجِّ وَيَحُجُّ مِنْ عَامِهِ ذَلِكَ قَبْلَ أَنْ يُلِمَّ بِأَهْلِهِ بَيْنَهُمَا إلْمَامًا صَحِيحًا (الفتاوى الهندية، كتاب المناسك، الباب السابع فى القران-1/238)

وَحُكْمُ الْقَارِنِ كَحُكْمِ الْمُتَمَتِّعِ فِي وُجُوبِ الْهَدْيِ إنْ وَجَدَهُ (الفتاوى الهندية، كتاب المناسك، الباب السابع فى القران-1/239

والله اعلم بالصواب

উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
মুহাদ্দিস-জামিয়া উবাদা ইবনুল জাররাহ, ভাটারা ঢাকা।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *