পিতার পাপ ছেলের উপর বর্তাবে কি?
উত্তরঃ পিতার পাপ ছেলের উপর বর্তাবে না। আল্লাহ তা‘আলা বলেন, মানুষ যা কর্ম করে তার ফল তার উপর বর্তায়। একজনের পাপের বোঝা অন্য জনের উপর বর্তাবে না’ (আন‘আম ১৬৪)। আল্লাহ অন্যত্র বলেন, প্রত্যেক মানুষ তার কর্মের সাথে আবদ্ধ (মুদ্দাছছির ৩৮)। তবে ছেলের উচিত পিতার ত্রুটি সংশোধন করা। যেমন ইবরাহীম (আঃ) তাঁর মুশরিক পিতাকে সংশোধনের জন্য সাধ্যমত চেষ্টা করেছিলেন।
তথ্যসূত্রঃ
https://at-tahreek.com/article_details/9464
এই ব্লগটি পড়ে আপনার প্রতিক্রিয়া কী?
খুশি
0
আরও উন্নত হতে পারে
0