ঈমান এর যাবতীয়
সবচেয়ে মূল্যবান সম্পদ হলো ঈমান। ঈমানের বিপরীত কুফর। ঈমান সত্য, কুফর মিথ্যা। ঈমান আলো, কুফর অন্ধকার। ঈমান জীবন, কুফর মৃত্যু। ঈমান পূর্ণ কল্যাণ, আর কুফর পূর্ণ অকল্যাণ। ঈমান সরল পথ, আর কুফর পথ ভ্রস্টতার রাস্তা। ঈমান মুসলমানের কাছে প্রাণের চেয়েও প্রিয়। ঈমানদার সকল কষ্ট সহ্য করতে পারে, মৃত্যুকে আলিঙ্গন করতে পারে কিন্তু ঈমান ছাড়তে পারে না। ঈমানী তার কাছে সব থেকে বড়। ঈমান শুধু মুখে কালেমা পড়ার নাম নয়। ইসলামকে তার সকল অপরিহার্য অনুষঙ্গসহ মনে প্রাণে কবুল করার নাম।
ঈমান ছাড়া কোন মানুষ জান্নাতে যেতে পারবে নাহ। একজন মুসলমান যতই গুনাগার হোকনা কেন তার যদি ঈমান থাকে তাহলে জাহান্নামের আজাব ভোগ করার পর একদিন না একদিন জান্নাতে যাবেন। আর যদি কোন মানুষের ঈমানই না থাকে তাহলে সে কখনই জান্নাতে যেতে পারবে নাহ। চিরস্থায়ী জাহান্নামি হয়ে যাবে। নাউজুবিল্লাহ, আল্লাহ এর থেকে আমাদের রক্ষা করুন। এই জন্য প্রত্যেক মুসলমানদের জানা উচিৎ ঈমান কি এবং কতগুলো জিনিস এর উপর ভিত্তি করে ঈমান গঠিত হয়ে থাকে।
নিচে ঈমান নিয়ে বেশ কিছু বই দেওয়া হলো আমরা যারা পারি একে একে দেখে নেই। অনেক ফায়েদা হবে ঈংসা-আল্লাহ। বই গুলো হলোঃ
বইটি অনলাইনে পড়ুন →
বইটি অনলাইনে পড়ুন →
বইটি অনলাইনে পড়ুন →
বইটি অনলাইনে পড়ুন →
বইটি অনলাইনে পড়ুন →
বইটি ১ম থেকে ৮ম খন্ড পর্যন্ত অনলাইনে পড়ুন →
ঈমান নিয়ে অডিও বয়ান
এই ব্লগটি পড়ে আপনার প্রতিক্রিয়া কী?
খুশি
0
আরও উন্নত হতে পারে
0