বিনা হিসেবে জান্নাতে যাওয়া
যে আমল গুলো করতে হবেঃ
-
চিকিৎসা করার নিয়তে লৌহ গরম করে নিজের শরীরের ক্ষতি না করা।
-
ঝাড় ফুক না করানো অথবা কোন গণকের কাছে না যাওয়া। ঝাড় ফুক করালে কোরান -হাদিস থেকে করাতে হবে। মোট কথা শিরিক না করা।
-
অশুভ লক্ষণ বা কুলক্ষণ বিশ্বাস না করা। ভাল অথবা খারাপ সব কিছু মহান আল্লাহর ইশারায় হয়ে থাকে।
-
জীবনের প্রতীটি ক্ষেত্রে আল্লাহর কাছে নির্ভর করা।
Collected from – Watch Nowবুখারী হা/৬৫৪১; মুসলিম হা/২২০; মিশকাত হা/৫২৯৫)
বিনা হিসেবে যারা জান্নাতে যাবেন তারা হলেনঃ
-
নবীগন
-
সিদ্দিকিনঃ সিদ্দিকগন এর কিছু গুন যা থাকতে হবে।১- কথা এবং কাজে এক হতে হবে।২- যার ভিতর এবং বাহির এক হতে হবে।৩- যে আল্লাহর জন্য সব কিছু করতে পারবে।
-
শহিদ গনঃ
-
সলেহিনঃ
চলবে…