ইসলাম

বিনা হিসেবে জান্নাতে যাওয়া

বিনা হিসাবে জান্নাত পাওয়া মহান আল্লাহর অনন্য নেয়ামতের একটি। যারা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন, তাদের বর্ণনা এসেছে হাদিসের বর্ণনায়। কী আমলের বিনিময়ে কারা সবার আগে বিনা হিসেবে জান্নাতে যাবেন? তাদের লক্ষণই বা কী হবে?

যে আমল গুলো করতে হবেঃ

  1. চিকিৎসা করার নিয়তে লৌহ গরম করে নিজের শরীরের ক্ষতি না করা।
  2. ঝাড় ফুক না করানো অথবা কোন গণকের কাছে না যাওয়া। ঝাড় ফুক করালে কোরান -হাদিস থেকে করাতে হবে। মোট কথা শিরিক না করা।
  3. অশুভ লক্ষণ বা কুলক্ষণ বিশ্বাস না করা। ভাল অথবা খারাপ সব কিছু মহান আল্লাহর ইশারায় হয়ে থাকে।
  4. জীবনের প্রতীটি ক্ষেত্রে আল্লাহর কাছে নির্ভর করা।

    Collected from – Watch Now
    বুখারী হা/৬৫৪১; মুসলিম হা/২২০; মিশকাত হা/৫২৯৫)

বিনা হিসেবে যারা জান্নাতে যাবেন তারা হলেনঃ

  1. নবীগন
  2. সিদ্দিকিনঃ সিদ্দিকগন এর কিছু গুন যা থাকতে হবে।
    ১- কথা এবং কাজে এক হতে হবে।
    ২- যার ভিতর এবং বাহির এক হতে হবে।
    ৩- যে আল্লাহর জন্য সব কিছু করতে পারবে।
  3. শহিদ গনঃ
  4. সলেহিনঃ
Collected – Watch Now

চলবে…

এই ব্লগটি পড়ে আপনার প্রতিক্রিয়া কী?

খুশি
0
আরও উন্নত হতে পারে
0

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *