সন্তানের হক
সন্তানের বিশেষ কয়েকটি হক।
-
সর্বপ্রথম নেককার মেয়ে বিয়ে করা ।
-
সন্তান জন্ম হওয়ার পর ডান কানে আযান এবং বাম কানে ইকামাত দেয়া ।
-
সপ্তম দিনে সন্তানের একটা সুন্দর (মুসলিম) নাম রাখা ।
-
সপ্তম দিনে সন্তানের আকিকা করানো ।
-
সন্তানকে দীন শিক্ষা দেয়া ।
-
দীনদ্বার মেয়ে দেখে সন্তানকে উপযুক্ত সময়ে বিয়ে দেয়া ।