ইসলাম

সাধারণ মুসলমানদের হকসমূহ

  1. মুসলমান ভাইয়ের ভুল-ত্রুটি ক্ষমা করবে।
  2. সে কাঁদলে তার প্রতি দয়া করবে।
  3. তার দোষ-ত্রুটি গোপন করবে। ইসলাহের জন্য বলতে হলে গোপনে বলবে।
  4. তার ওজর-আপত্তি মেনে নিবে।
  5. তার কষ্ট লাঘব করবে।
  6. সব সময় তার কল্যাণ কামনা করবে।
  7. তার দেখাশোনা করবে ও তাকে ভালোবাসবে।
  8. তার দায়িত্বের ক্ষেত্রে ছাড় দিবে।
  9. অসুস্থ হলে সেবা-শুশ্রূষা করবে।
  10. মৃত্যুবরণ করলে জানাযায় অংশ নিবে।
  11. তার দা’ওয়াত কবুল করবে। কোন বিষয়ে সাহায্য চাইলে তাউফীক থাকলে সাহায্য করবে।
  12. ওজর না থাকলে তার হাদিয়া কবুল করবে।
  13. তার সদাচরণের প্রতিদান দিবে।
  14. তার নেয়ামতের শুকরিয়া আদায় করবে।
  15. প্রয়োজন হলে তাকে সাহায্য করবে।
  16. তার পরিবার-পরিজনের হেফাযত করবে।
  17. তার অভাব মোচন করবে।
  18. তার ভালো আবেদন পূরণ করবে।
  19. তার বৈধ সুপারিশ গ্রহণ করবে।
  20. তার বৈধ আশা পূরণ করবে।
  21. সে হাঁচি দিয়ে ‘আলহামদুলিল্লাহ’ বললে উত্তরে ‘ইয়ারহামুকাল্লাহ’ বলবে।
  22. তার হারানো জিনিস পেলে তার কাছে পৌঁছে দিবে।
  23. তার সালামের উত্তর তাকে শুনিয়ে দিবে।
  24. নম্রতার সাথে ও হাসিমুখে তার সাথে কথা বলবে।
  25. তার প্রতি সদাচরণ করবে।
  26. তোমার উপর ভরসা করে কসম খেলে তা পূরণ করবে।
  27. তার উপর কেউ জুলুম করলে তাকে সাহায্য করবে। সে কারো উপর জুলুম করলে তাকে বাধা দিবে।
  28. তার প্রতি ভালোবাসা পোষণ করবে। শত্রুতা করবে না।
  29. তাকে লাঞ্ছিত করবে না। যে জিনিস নিজের জন্য পছন্দ করো, তা তার জন্যও পছন্দ করবে।
  30. সাক্ষাত হলে সালাম করবে, সম্ভব হলে মুসাফাহা করবে।
  31. ঘটনাচক্রে পরস্পরে মনোমালিন্য হলে তিন দিনের বেশি কথা বন্ধ রাখবে না।
  32. তার প্রতি মন্দ ধারণা পোষণ করবে না।
  33. তার প্রতি হিংসা ও বিদ্বেষ পোষণ করবে না।
  34. সামর্থ্যানুযায়ী সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করবে।
  35. ছোটদের প্রতি স্নেহ ও বড়দের প্রতি শ্রদ্ধা প্রকাশ করবে।
  36. দু’জন মুসলমানের মাঝে কলহ হলে তাদেরকে পরস্পরে মিলিয়ে দিবে।
  37. তার গীবত করবে না।
  38. তার ধন সম্পদ বা মান-সম্মানের কোন ক্ষতি করবে না।
  39. যদি বাহনে আরোহণ করতে না পারে বা বাহনের উপর সামানাপত্র উঠাতে না পারে, তাহলে তার সহায়তা করবে।
  40. তাকে তুলে দিয়ে তার স্থানে বসবে না।
  41. তৃতীয় ব্যক্তিকে একা ছেড়ে দু’জনে কথা বলবে না।

এই ব্লগটি পড়ে আপনার প্রতিক্রিয়া কী?

খুশি
0
আরও উন্নত হতে পারে
0

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *