রোযা রেখে রক্ত দেয়া যাবে কি?
প্রশ্ন
মুফতী সাহেবের কাছে আমার জানার বিষয় হল, আমার এক আত্মীয় হঠাৎ রক্ত শূণ্যতায় ভুগছে। তাকে জরুরী ভিত্তিতে রক্ত দিতে হবে। এখন জানার বিষয় হল,আমি কি রোযা রাখা অবস্থায় দিনের বেলা তাকে রক্ত দিতে পারবো? এর দ্বারা কি আমার রোযা ভেঙ্গে যাবে? দয়া করে দ্রুত জানালে উপকৃত হতাম।
উত্তর
بسم الله الرحمن الرحيم
রোযা রাখা অবস্থায় রক্ত দেবার দ্বারা রোযার কোন ক্ষতি হয় না। তাই আপনি নিশ্চিন্ত মনে আপনার আত্মীয়কে রক্ত দিতে পারেন।
عن ثابت البنانى قال: سئل أنس بن مالك أكنتم تكرهون الحجامة للصائم؟ قال: لا، إلا من أجل الضعف (صحيح البخارى، كتاب الصوم، باب الحجامة والقيئ للصائم-1\260، رقم-1899، 1940)
عن ابن عباس أن ذكر عنده الوضوء من الطعام، قال الأعمش مرة: الحجامة للصائم فقال: إنما الوضوء مما يخرج وليس مما يدخل، وإنما الفطر مما دخل وليس مما خرج (السنن الكبرى للبيهقى-6\312، رقم-8346)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
ইমেইল– [email protected]