কিয়ামতের আলামত সম্বন্ধে আকীদা

কুরআন ও হাদীছ দ্বারা জানা যায়, কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে দুই প্রকারের আলামত প্রকাশ পাবে। ছোট আলামত বা বড় আলামত। বড় আলামতগুলি কিয়ামতের খুবই কাছাকাছি সময়ে প্রকাশ হবে। এগুলোকে কিয়ামতের আলামত বলে। এসব আলামতকে সত্য-সঠিক জানা এবং তার উপর ঈমান রাখা জরুরী। কিয়ামতের ছোট ছোট আলামত দেখে বোঝা যাবে কিয়ামত তথা দুনিয়ার ধ্বংস হওয়ার সময় নিকটবর্তী হয়ে গেছে। এই সব আলামতের মধ্যে রয়েছে :

১. কিয়ামতের ছোট আলামতগুলির মধ্যে সর্বপ্রথম হল আখেরী নবী হযরত মুহাম্মাদ (সাঃ)-এর আবির্ভাব। এ জন্যেই পূর্ববর্তী আসমানী কিতাবসমূহে নবী (সাঃ)-এর লকব বা উপাধি ছিল অর্থাৎ, কিয়ামতের নবী।

২. তারপর রাসূল (সাঃ)-এর অব্যবহিত পর মুরতাদ হওয়ার ফিতনা। যা নবী (সাঃ)-এর ইন্তেকালের অব্যবহিত পর সংঘটিত হয়েছিল । অতপর কিয়ামতের বহু ছোট ছোট আলামত প্রকাশ পাবে। তার মধ্যে রয়েছে :

৩. ইল্‌ম উঠে যাওয়া।

৪. যেনা ও মদ্যপান বেড়ে যাওয়া। এমনকি প্রকাশ্যে জনসম্মুখে অশ্লিল কাজ হতে থাকবে।

৫. নারীর সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং পুরুষের সংখ্যা হ্রাস পাওয়া। এমনকি পঞ্চাশজন নারীর তত্ত্বাবধান কারী হবে একজন পুরুষ।

৬. লোকেরা ওয়াক্ফ ইত্যাদি খোদায়ী মালকে নিজের মালের মত মনে করে ভোগ করতে থাকবে।

৭. যাকাত দেয়াকে দন্ড স্বরূপ মনে করবে।

৮. আমানতের মালকে নিজের মাল মনে করে তাতে হস্তক্ষেপ করবে।

৯. পুরুষ স্ত্রীর তাবেদারী করবে।

১০. মায়ের নাফরমানী করবে।

১১. পিতাকে পর মনে করবে।

১২. বন্ধু-বান্ধবকে আপন মনে করবে।

১৩. খারাপ ও বদ লোকেরা রাজত্ব ও সরদারী করবে।

১৪. অযোগ্য লোকেরা বিভিন্ন কাজের দায়িত্ব প্রাপ্ত হবে।

১৫. লোকেরা যুলুমের ভয়ে যালেমের তা’যীম সম্মান করবে।

১৬. নাচ, গান ও বাদ্য বাজনার প্রচলন খুব বেশী হবে। ইত্যাদি। নিম্নোক্ত একটি হাদীছের মধ্যে এ বিষয়গুলি উল্লেখ করা হয়েছে ; কুরআন ও হাদীছে কিয়ামতের কিছু বড় বড় আলামত বর্ণিত হয়েছে, যেগুলোকে “আলামতে কুবরা” বা বড় বড় আলামত বলা হয়। এগুলোর মধ্যে রয়েছে ঃ

১. হযরত মাহ্দীর আবির্ভাব,

২. দাজ্জালের আবির্ভাব,

৩. আকাশ থেকে হযরত ঈসা (আঃ)-এর দুনিয়াতে অবতরণ,

৪. ইয়াজুজ-মাজুজের আবির্ভাব

৫. দাব্বাতুল আরদ-এর বহিঃপ্রকাশ,

৬. দাব্বাতুল আরদের বহিঃপ্রকাশের কিছুকাল পর একটা ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়া।

৭. পশ্চিম দিক থেকে সূর্যোদয়,

৮. তিনটা বিরাটাকারের ভূমিধস,

৯. আকাশ থেকে এক ধরনের ধোঁয়া প্রকাশ পাওয়া ও

১০. ইয়ামান থেকে (বা এডেনের এক গুহা থেকে) একটা বিশেষ আগুন প্রকাশ পাওয়া ইত্যাদি। হযরত মাহ্দীর আবির্ভাবের পর থেকে কিয়ামতের উপরোক্ত বড় বড় আলামত।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *