জাহান্নামের সৃষ্টি সম্পর্কে বিরোধীদের যুক্তি ও তার জবাব

যুক্তি: যদি বর্তমানে জান্নাত ও জাহান্নাম সৃষ্টি হয়ে থাকে তাহলে ক্বিয়ামতের দিন তা (জান্নাত ও জাহান্নাম) এবং তার অধিবাসীরাও ধ্বংস হয়ে যাবে। এ মর্মে আল্লাহ তা’আলার বাণী-‘তাঁর (আল্লাহ) সত্ত্বা ছাড়া সকল বস্তুই ধ্বংসশীল’ (সূরা কাছাছ ৮৮)।

সুতরাং প্রত্যেক জিনিস যেহেতু ধ্বংসশীল, তাই জান্নাত ও জাহান্নাম সৃষ্টি হয়ে থাকলে তা অনর্থক হয়ে যাবে। আর আল্লাহ তা’আলা অনর্থক কোন কাজ করেন না ।

জবাব : আল্লাহ তা’আলা যে সকল বস্তু সৃষ্টি করে তার ধ্বংস লিপিবদ্ধ করেছেন ক্বিয়ামতের দিন সে সকল বস্তু অবশ্যই ধ্বংস হয়ে যাবে। কিন্তু জান্নাত ও জাহান্নামকে আল্লাহ তা’আলা ধ্বংস করার জন্য সৃষ্টি করেননি। অনুরূপভাবে আল্লাহর আরশ যা জান্নাতের ছাদ হিসাবে থাকবে? তাও ধ্বংস হবে না।২৮

তথ্যসূত্র:

জাহান্নামের ভয়াভহ আযাব

শরীফুল ইসলাম বিন জয়নাল আবেদীন

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *