জাহান্নামের স্তর

আল্লাহ তা’আলা তাঁর বান্দাদের পাপ অনুযায়ী শাস্তি প্রদান করার জন্য জাহান্নামের বিভিন্ন স্তর এবং স্তরভেদে তাপের তারতম্য সৃষ্টি করেছেন।

যেমন- তিনি মুনাফিকদের স্তর উল্লেখ করে বলেছেন, إِنَّ الْمُنَافِقِيْنَ فِي الدَّرْكِ الْأَسْفَلِ مِنَ النَّارِ –

‘মুনাফিকগণ জাহান্নামের নিম্নতম স্তরে থাকবে’ (সূরা নিসা ৪/১৪৫)।

আরবদের নিকটে (دركِ) ‘দারক’ শব্দটি প্রত্যেক বস্তুর নিম্নতম স্তর অর্থে এবং (درجَ) ‘দারজ’ শব্দটি প্রত্যেক বস্তুর উচ্চতম স্তর অর্থে ব্যাবহৃত হয়। জান্নাতের ক্ষেত্রে ( درجات ) এবং জাহান্নমের ক্ষেত্রে (دركات) ১) শব্দের ব্যাবহার হয়ে থাকে। তবে জাহান্নামের ক্ষেত্রেও (درجات) শব্দের ব্যাবহার পরিলক্ষিত হয়। যেমন- আল্লাহ তা’আলার বাণী: ولكل درجات مما عملوا ‘প্রত্যেকে যা করে তদনুসারে তার স্থান রয়েছে’ (সূরা আন’আম ৬/১৩২)।

তিনি অন্যত্র বলেন, أَفَمَنِ اتَّبَعَ رِضْوَانَ اللَّهِ كَمَنْ بَاءَ بِسَخَطِ مِنَ اللهِ وَمَأْوَاهُ جَهَنَّمُ وَبِئْسَ الْمَصِيرُ – هُمْ دَرَجَاتٌ عِنْدَ اللهِ وَاللهُ بَصِيرٌ بِمَا يَعْمَلُوْنَ –

‘যে আল্লাহ্র সন্তুষ্টির অনুসরণ করেছে সেকি তার মত, যে আল্লাহ্র ক্রোধ নিয়ে ফিরে এসেছে? আর তার আশ্রয়স্থল জাহান্নাম এবং তা কতই না মন্দ প্রত্যাবর্তনস্থল। তারা আল্লাহ্র নিকট বিভিন্ন মর্যাদার। আর তারা যা করে, আল্লাহ তার সম্যক দ্রষ্টা’ (সূরা আলে-ইমরান ৩/১৬২-১৬৩)।

তথ্যসূত্র:

জাহান্নামের ভয়াভহ আযাব

শরীফুল ইসলাম বিন জয়নাল আবেদীন

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *