ইসলাম

যাদের জন্য সুপারিশ করা হবে

জাহান্নামীরা শাফা‘আতের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তিলাভ করবে। তবে সকল জাহান্নামীই শাফা‘আতলাভের সৌভাগ্য অর্জন করবে না। বরং তারাই কেবল শাফা’আতলাভ করবে, যারা বিভিন্ন পাপ কর্মে লিপ্ত হলেও আল্লাহ্র সাথে শিরকে লিপ্ত হবে না।

হাদীছে এসেছে,

عَنْ عَوْفِ بْن مَالِكِ الأَشْجَعِيٌّ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم أَتَانِي آت مِنْ عِنْدِ رَبِّي فَخَيَّرَنِي بَيْنَ أَنْ يُدْخِلَ نِصْفَ أُمَّتِي الْجَنَّةَ وَبَيْنَ الشَّفَاعَةِ فَاخْتَرْتُ الشَّفَاعَةَ وَهِيَ لِمَنْ مَاتَ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا –

আওফ ইবনু মালেক আশ’আরী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, আমার নিকটে আমার প্রতিপালকের পক্ষ থেকে একজন ফেরেশ্তা আসলেন এবং তিনি আমাকে দু’টি বিষয়ের যেকোন একটি গ্রহণের এখতিয়ার প্রদান করলেন, (ক) আমার উম্মতের অর্ধেক সংখ্যক মানুষ জান্নাতে প্রবেশ করুক অথবা (খ) আমি আমার উম্মতের জন্য শাফা’আতের সুযোগ গ্রহণ করি। অতঃপর আমি শাফা’আতের সুযোগ গ্রহণ করলাম। আর উহা ঐ সকল লোকদের জন্য যারা আল্লাহ্ সাথে শিরক না করে মৃত্যুবরণ করেছে । তিরমিযী হা/২৪৪১; মিশকাত হা/৫৬০০, ‘হাউযে কাওছার ও শাফা’আতের বর্ণনা’ অনুচ্ছেদ, বঙ্গানুবাদ (এমদাদিয়া) ১০/১৩০ পৃঃ; আলবানী, সনদ ছহীহ, ছহীহ তারগীব হা/৩৬৩৭।

তথ্যসূত্র:

জাহান্নামের ভয়াভহ আযাব

শরীফুল ইসলাম বিন জয়নাল আবেদীন

এই ব্লগটি পড়ে আপনার প্রতিক্রিয়া কী?

খুশি
0
আরও উন্নত হতে পারে
0

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *