নামাজের ফরজসমূহ
নামাযের বাইরের ফরয ৭টি
১. শরীর পাক হওয়া। (সূরা মায়িদাহ : ৬) ২. কাপড় পাক হওয়া। (সূরা মুদ্দাসসির : ৪) ৩. নামাযের জায়গা পাক হওয়া। (সূরা বাকারা : ১২৫) ৪. সতর ঢাকা। (অর্থাৎ পুরুষদের নাভি থেকে হাটুর নিচ পর্যন্ত এবং মহিলাদের চেহারা, কব্জি পর্যন্ত দুই হাত এবং পায়ের পাতা ব্যতীত সমস্ত শরীর ঢেকে রাখা) (সূরা আ’রাফ : ৩১) ৫. কিবলামুখি হওয়া। (সূরা বাকারা : ১৪৪) ৬. ওয়াক্তমত নামায পড়া। (সূরা নিসা : ১০৩) ৭. নির্দিষ্ট নামাযের নিয়ত করা। (বুখারী : হাদীস- ১)
নামাযের ভিতরে ৬টি ফরয
১. তাকবীরে তাহরীমা অর্থাৎ শুরুতে “আল্লাহু আকবার” বলা। (সূরা মুদ্দাসসির : ৩) ২. ফরয ও ওয়াজিব নামায দাঁড়িয়ে পড়া। (সূরা বাকারা : ২৩৮) ৩. কেরাত পড়া অর্থাৎ কুরআন কারীম থেকে কমপক্ষে বড় হলে এক আয়াত অথবা ছোট তিন আয়াত পরিমান পড়া। (সূরা মুজ্জাম্মিল : ২০) ৪. রুকু করা। (সূরা হজ্জ : ৭৭) ৫. দুই সেজদা করা। (সূরা হজ্জ : ৭৭) ৬. শেষ বৈঠকে তাশাহহুদ পরিমাণ বসা। (আবূ দাউদ : হাদীস নং- ৯৭০) বি. দ্র. নামাযী ব্যক্তির নিজস্ব কোন কাজের মাধ্যমে (যেমন সালাম ফিরানো) নামায থেকে বের হওয়াও একটা ফরয। নামাযের কোন ফরয বাদ পড়লে নামায বাতিল হয়ে যায়। সাহু সেজদা করলেও নামায সহীহ হয়না। (আল বাহরুর রায়েক : ১/৫০৫)
তথ্যসূত্র :
বই: নামায পড়ি বেহেশতের পথে চলি
লিখক: মাওলানা মুমিনুল হক জাদিদ
মুহতামিম: ফেনী জামিয়া ইসলামিয়া