ইবাদত

নাবালেগের সম্পদে যাকাত সম্পর্কিত ৫ টি মাসআলা।

০১. মাসআলা : শরয়ী নাবালেগের (অপ্রাপ্ত বয়স্কের সম্পদে যাকাত ওয়াজিব নয়। আর শরীয়তের বিভিন্ন ভাষ্য দ্বারা নাবালেগ গাইরে মোকাল্লাফ তথা দায়িত্বপ্রাপ্ত না হওয়া প্রমাণিত। এমনিভাবে নামায, রোযা, হজ্জ অপরাপর সকল ইবাদাত শিশুর উপর ওয়াজিব না হওয়াই যাকাত ওয়াজিব না হওয়ার প্রমান । (ফাতাওয়ায়ে দারুল উলূম : ৬/৪৩) ০২. মাসআলা : নাবালেগদের যে সম্পদ আমানতস্বরূপ তাদের অভিভাবকদের নিকট থাকে, তাতে যাকাত আবশ্যক নয়। (আহসানুল ফাতাওয়া : ৪/২৬৬) ০৩.মাসআলা : বাচ্চা বালেগ হওয়ার পর থেকেই তার সম্পদে যাকাতের হিসাব শুরু হবে। (ফাতাওয়ায়ে আলমগীরী : ৪/৬) ০৪.মাসআলা : সরকারের জন্য অপ্রাপ্ত বয়স্কদের সঞ্চিত অর্থ থেকে যাকাত কর্তন করা বৈধ নয় । (আপকে মাসায়েল : ৩/৪৫) ০৫. মাসআলা : প্রাপ্ত বয়স্কদের উপর যাকাত ফরজ হয়। আর প্রাপ্ত বয়স্ক হওয়ার বেশ কিছু আলামত প্রসিদ্ধ রয়েছে। ছেলে বা মেয়ে পনের বছর পূর্ণ হওয়ার পরও যদি তাদের মাঝে প্রাপ্ত বয়স্ক হওয়ার কোনো আলামত প্রকাশ না পায়, তথাপি পনের বছর হওয়ার কারণে এদেরকে বালেগই ধরে নেওয়া হবে । (আপকে মাসায়েল : ৩/388)

তথ্যসূত্রঃ

যাকাত আদায় করি, দোযখ থেকে বাচি।

লেখকঃমাওলানা মুমিনুল হক জাদীদ, ফেনী

এই ব্লগটি পড়ে আপনার প্রতিক্রিয়া কী?

খুশি
0
আরও উন্নত হতে পারে
0

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *