জুতা পরার আদব

১ . জুতা প্রথমে ডান পায়ে, তারপর বাম পায়ে পরা। -সহীহ বুখারী

২ . হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পায়ে জুতা পরে চলতে নিষেধ করেছেন। হয়ত উভয় পা খালি রাখবে আর না হয় উভয় পায়ে জুতা পরিধান করবে। -বুখারী, সহীহ মুসলিম, মিশকাত

৩ . হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরিধানের পূর্বে জুতা ঝেড়ে নিতেন এবং পূর্ণ বিসমিল্লাহ বলে ডান পা জুতায় প্রবেশ করাতেন। -শামায়েল

৪. জুতা কয়েক জোড়া রাখতে পারলে ভালো।

৫. জুতা পায়ে দিতে যদি হাত লাগানোর প্রয়োজন হয়, তবে দাঁড়িয়ে পায়ে দিবে না; বরং বসে পায়ে দিবে।

৬. যেখানে জুতা চুরি হওয়ার ভয় আছে, সেখানে জুতা খুলে প্রবেশ করতে হলে জুতা পরিষ্কার করে তলিতে তলি মিলিয়ে রুমালে পেঁচিয়ে বা জুতার ব্যাগে ঢুকিয়ে নিজের কাছে নিয়ে রাখবে।

৭. জুতা খোলার সময় প্রথমে বাম পা থেকে তারপর ডান পা থেকে খুলবে।

তথ্যসূত্রঃ

কিতাবঃ তা’লীমুস সুন্নাহ ও আমালে প্রচলিত ভুল সংশোধন সংকলকঃ অধ্যক্ষ মুহাম্মাদ মিজানুর রহমান চৌধুরী খলীফা – মুহিউস সুন্নাহ শাহ আবরারুল হক রহঃ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *