একজন মুসলিমের দিনে-রাতের বহু মজলিস এর সুন্নাতসমূহ বাস্তবায়নের উপকারিতা
একজন মুসলিম দিনে-রাতে বহু মজলিসে একত্রিত হয়। যেমন:
ক. আপনার খাওয়ার সময় যখন আপনি অন্যদের সাথে কথা বলেন।
খ. যখন আপনি আপনার প্রতিবেশী বা বন্ধুকে দেখেন তখন নিশ্চয়ই আপনি কথা বলেন ।
গ. যখন কাজে, স্কুলে, পড়ার স্থানে আপনার সহযোগী-সহপাঠীদের সাথে থাকেন।
ঘ. যখন আপনি আপনার সন্তান এবং স্ত্রীদের সাথে একত্রিত হয়ে কথা বলেন।
ঙ. যখন আপনি ভ্রমণে থাকেন তখন আপনি আপনার সন্তান এবং স্ত্রী এমনকি সহযাত্রীদের সাথে কথা বলেন।
চ. আপনার পাবলিক লেকচার অথবা নিজস্ব পড়াশুনার সময়।
দেখুন! কতবার আপনি দিন-রাতে এই দু’আ উল্লেখ করতে পারেন এবং আল্লাহর সাথে আপনার সম্পর্ক নিবিড় থেকে নিবিড়তর করতে পারেন দিন-রাতে আপনি কতবার আল্লাহর প্রশংসা, তাঁর প্রভুত্ব, তাঁর মহিমা এবং একমাত্র ইবাদাতের যোগ্য হিসেবে তাঁকে স্বীকার ও ঘোষণা করতে পারছেন। সুতরাং দিনে-রাতে আল্লাহর একত্বতা ঘোষণা ও তাঁর ইবাদাতের মাধ্যমে সকল পাপসমূহ মুছে ফেলা সম্ভব। মজলিস এর সাথে সম্পর্কিত সুন্নাতসমূহ পালনের উপকারিতা হচ্ছে: ঐ বৈঠকে কথা বলার ক্ষেত্রে যে ভুল-ত্রুটি হয়েছে এবং গুনাহ হয়েছে তা মিটিয়ে দেয়া হবে।
মজলিস সম্পর্কে ইবনুল কাইয়্যেম রহ. এর বক্তব্য
ইবনুল ক্বাইয়্যেম রহ. বলেন, মুসলিমগণ যে মজলিসে একত্রিত হয়ে তা দু’ধরনের:
ক. সামাজিক মজলিস, যাতে অবসর কাটানোর জন্য বসে থাকে।
উপকারিতা সীমাবদ্ধ এবং এটি হৃদয়কে দূষিত করে এবং সময় নষ্ট করে ৷
খ. ঐ মজলিস যা সফলতার জন্য সাহায্যস্বরূপ এবং সত্যের উপদেশ দানের জন্য হয়ে থাকে। এটি হচ্ছে বিশাল অমূল্যধন এবং সবচেয়ে উপকারী।
তথ্যসূত্র :
বই: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ১০০০ সুন্নাত
লেখক: শাইখ খালীল আল হোসেনান
অনুবাদক: মাওলানা ডক্টর শাহ্ মুহাম্মাদ আবদুর রাহীম