ইবাদত

সালাতুজ যুহরের সাথে নির্দিষ্ট সুন্নাত

১। যুহরের সালাতের সুন্নাত ক্বিরাত

“রাসূলুল্লাহ সা. যুহরের প্রথম দু’রাকা’আতে ৩০ আয়াত পড়তেন। (সহীহ মুসলিম, মিশকাতুল মাসাবীহ, হাদীস নং ৮২৯)

যুহরের সালাতের প্রথম রাকা’আতে দীর্ঘ ও দ্বিতীয় রাকা’আতে সংক্ষিপ্ত কিরাত পড়া সুন্নাত।

এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সা. এর হাদীস عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ عَنْ أَبِيهِ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ مِنْ صَلَاةِ الظُّهْرِ بِفَاتِحَةِ الْكِتَابِ وَسُورَتَيْنِ يُطَوّلُ فِي الْأُولَى وَيُقَصِّرُ فِي الثَّانِيَةِ وَيُسْمِعُ الْآيَةَ أَحْيَانًا.

“হযরত আব্দুল্লাহ বিন আবু কাতাদাহ তাঁর পিতা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সা. যুহরের সালাতের প্রথম দুই রাকা’আতের প্রথম রাকা’আতে কিরাত দীর্ঘ এবং দ্বিতীয় রাকা’আতে ক্বিরাত সংক্ষিপ্ত পড়তেন। এবং মাঝে মাঝে তার ক্বিরাত শুনা যেত ।”(সহীহ বুখারী, হাদীস নং ৭১৫ )

যুহরের সালাতে রাসূলুল্লাহ সা. কখনো সূরা ত্বা-রিক, বুরূজ, লাইল বা অনুরূপ কোন সূরা পাঠ করতেন । عَنْ جَابِرِ بْنِ سُمَرَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُقَرانِي الظَّهْرِ وَالْعَصْرِ ب السَّمَاءِ وَالطَّارِقِ وَالسَّمَاءِ ذَاتِ البروج } وَنَجْرُهُمَا مِنَ السُّورِ

“হযরত জাবের বিন সামুরাহ রা. হতে বর্ণিত, নিশ্চয়ই রাসূলুল্লাহ সা. সালাতুল যুহর ও আসরের সময় সূরা ত্বা-রিক, সূরা বুরূজ অনুরূপ সূরা পাঠ করতেন ৷”(সুনানে আবু দাউদ, হাদীস নং ৮০৫)

যুহরের সালাতে রাসূলুল্লাহ সা. কখনো লাইল বা অনুরূপ কোনো সূরা পাঠ করতেন। عَنْ سَمِاكِ سَمِعَ جَابِرَ بْنَ سَمُرَةَ قَالَ كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَ سَلَمَ إِذَا دَحَضَتْ أَي زَالَتْ عَنْ كَبَدِ السَّمَاءِ الشَّمْسُ صَلَّى الظهر وقرأَ بِنَحْو مِنْ { وَاللَّيْلِ إِذَا يَغْشَى}.

“হযরত সাম্মাক রা. হযরত জাবের রা. থেকে শুনে বলেন, রাসূলুল্লাহ সা. যখন সূর্য আকাশে হেলে পড়ে তখন যুহর নামায পড়তেন এবং সূরা লাইল এর মতো সূরা পড়তেন। সুনানে আবু দাউদ, হাদীস নং: ৮০৬।

আবার কখনো সূরা ‘ওয়াস-সামা-উন শাক্কাত বা অনুরূপ কোন সূরা পাঠ করতেন ৷ সহীহ ইবনে খুযায়মা, হাদীস নং ৫১১।

সুতরাং বুঝা গেল যুহর নামাযের সুন্নাত ক্বিরাত হলো: সূরা ত্বা-রিক, সূরা বুরূজ, সূরা লাইল, সূরা ‘ওয়াস-সামা-উন শাক্কাত’ ইত্যাদি ৷

২। যুহরের পূর্বে নিয়মিত চার রাকাআত সালাত পড়া সুন্নাত

عَنْ قَابُوسَ، عَنْ أَبِيهِ قَالَ: أَرْسَلَ أَبِي امْرَأَةٌ إِلَى عَائِشَةَ يَسْأَلُهَا . أَيُّ الصَّلَاةِ كَانَتْ أَحَبَّ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُوَاظِبَ عَلَيْهَا؟ قَالَتْ : ” كَانَ يُصَلِّي قَبْلَ الظُّهْرِ أَرْبَعًا يُطِيلُ فِيهِنَّ الْقِيَامَ . وَيُحْسِنُ فِيهِنَّ الرُّكُوعَ وَالسُّجُودَ .

“কাবুস রহ. তার পিতা থেকে বর্ণনা করেন, ‘আমার পিতা আয়িশা রা. এর কাছে একজন মহিলার মাধ্যমে জানার জন্য পাঠালেন যে, রাসূলুল্লাহ সা. নিয়মিত কোন (নফল) সালাত পড়তে পছন্দ করতেন? আয়িশা রা. বলেন, তিনি (রাসূলুল্লাহ সা.) যুহরের (ফরযের) পূর্বে নিয়মিত চার রাকা’আত সালাত পড়া পছন্দ করতেন, যাতে তিনি লম্বা সময় কিয়াম করতেন, রুকু ও সিজদা করতেন অনেক সুন্দর করে। মুসনাদে আহমদ, হাদীস নং: ২৪১৬৪।

অবশ্যই রাসূলুল্লাহ সা. যুহরের পূর্বে চার রাকাআত সুন্নাত সুরক্ষার সঙ্গে আদায় করতে খুব পছন্দ করতেন। এমন কি যদি কখনো (যুহরের পূর্বে) এ চার রাকা’আত আদায় করতে পারতেন না, তাহলে যুহরের পর তা আদায় করে নিতেন।

এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সা. এর হাদীস عَنْ عَائِشَةَ، «أَنَّ النَّبِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا لَمْ يُصَلِّ أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ صَلاهُنَّ بَعْدَهَا.

“আয়িশা রা. থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূলুল্লাহ সা. যদি কখনো যুহরের পূর্বে এ ৪ রাকা’আত পড়তে না পারতেন তবে যুহরের পরে তা পড়ে নিতেন । সহীহ তিরমিযী, হাদীস নং: ৪২৬।

যুহরের ফরজের পূর্বে ও পরে এ চার রাকা’আত সালাতের যথাযথ হিফাজত করা আবশ্যক, তথা সুন্নাতে মুয়াক্কাদা।

এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সা. ইরশাদ করেন عَنْ أُمِّ حَبيبَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَلَّى قَبْلَ الظُّهْرِ أَرْبَعًا وَبَعْدَهَا أَرْبَعًا حَزَمَهُ اللَّهُ عَلَى النَّارِ.

“হযরত উম্মে হাবীবা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সা. বলেছেন: যে ব্যক্তি যুহরের পূর্বে চার রাকা’আত ও পরে চার রাকা’আত সালাত আদায় করবে আল্লাহ তা’আলা জাহান্নামের আগুন তার উপর হারাম করে দিবেন। সহীহ তিরমিযী, হাদীস নং: ৪২৭।

এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সা. আরো বলেন, أُمُّ حَبِيبَةَ زَوْجُ النَّبِي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ حَافَظَ عَلَى أَرْبَعِ رَكَعَاتٍ قَبْلَ الظُّهْرِ ، وَأَرْبَعٍ بَعْدَهَا حَرُمَ عَلَى النَّارِ.

হযরত উম্মে হাবীবা রা. (রাসূলুল্লাহ সা. এর স্ত্রী) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সা. বলেন: যে ব্যক্তি যুহরের আগে ও পরে চার রাকা’আত সালাতের যথাযথ হিফাজত করবে জাহান্নাম তার উপর হারাম হয়ে যাবে। সুনানে আবু দাউদ, হাদীস নং: ১২৬৯ ।

হুরের পরের চার রাকা’আত পড়তে হবে দুই রাকা’আত করে। দুই রাকা’আত সুন্নাতে মুয়াক্কাদা ও দুই রাকা’আত সুন্নাতে মোস্তাহাব ।

তথ্যসূত্র :

বই: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ১০০০ সুন্নাত

লেখক: শাইখ খালীল আল হোসেনান

অনুবাদক: মাওলানা ডক্টর শাহ্‌ মুহাম্মাদ আবদুর রাহীম

এই ব্লগটি পড়ে আপনার প্রতিক্রিয়া কী?

খুশি
0
আরও উন্নত হতে পারে
0

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *