তায়াম্মুমের মাসয়ালা-মাসায়েল

১। নামাযের ওয়াক্ত শেষ হওয়ার পূর্বেই তায়াম্মুম দ্বারা নামায পড়ার বিধান।

পানি খোঁজাখুঁজির পর পানি না পেয়ে নামাযের আওয়াল ওয়াক্তেই নামায পড়া উচিত। শেষ ওয়াক্ত পর্যন্ত অপেক্ষা করা বা শেষ ওয়াক্ত পর্যন্ত পানি খোঁজা জরুরি নয়। আওয়াল ওয়াক্তে নামায পড়ার পর, ওয়াক্ত থাকা অবস্থায় পানি পেলে পুনরায় নামায পড়ার প্রয়োজন নেই ।

এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সা. এর হাদীস- “হযরত আবূ সাঈদ খুদরী রা. থেকে বর্ণিত, তিনি বলেন, দুই ব্যক্তি সফরে বের হলো । নামাযের সময় হলে তারা উভয়ে পানি না পেয়ে তায়াম্মুম করে নামায পড়ে নিল। অতঃপর ওয়াক্ত শেষ হওয়ার পূর্বেই তারা পানি পেয়ে গেল । একজন পানি দ্বারা ওযু করে পুনরায় নামায পড়লেন এবং অপরজন পড়লো না । অতঃপর তারা রাসূলুল্লাহ সা. এর নিকট ঘটনাটি খুলে বললো ৷ তিনি যে নামায পুনরায় পড়েনি তাকে উদ্দেশ্য করে বললেন, ‘তোমার নামায সুন্নাতের অনুসারী হয়েছে এবং তোমার নামায শুদ্ধ হয়েছে।’ এবং যে নামায পুনরায় পড়লো তাকে উদ্দেশ্য করে বললেন, তোমার জন্য দ্বিগুণ সাওয়াব।(সুনানে ইবু দাউদ, সুনানে নাসাঈ, সুনানে দারেমী, মিশকাতুল মাসাবীহ, হাদীস নং: ৫৩৩।)

কিন্তু সুন্নাত সম্পর্কে জেনে তায়াম্মুম করে একবার নামায পড়ার পর ওয়াক্ত থাকা অবস্থায় পানি পেয়ে পুনরায় ওযু করে নামায পড়া উচিত নয় ।

২। পাশেই মজুদ পানি রেখে খোঁজাখুঁজি না করে তায়াম্মুম করে নামায পড়ার বিধান

পানি খোঁজাখুঁজি না করেই তায়াম্মুম করে নামায পড়লে এবং পানি তার আশে-পাশে মজুদ থাকলে নামায বাতিল বলে গণ্য হবে এবং তাকে পুনরায় ওযু করে নামায পড়তে হবে।

৩। তায়াম্মুম করে নামায পড়া অবস্থায় পানি পাওয়া গেলে কী করবে

যে ব্যক্তি নামাযরত অবস্থায় পানি পাবে সে নামায ছেড়ে দিয়ে ওযু করে পুনরায় নামায পড়বে।

তথ্যসূত্র :

বই: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ১০০০ সুন্নাত

লেখক: শাইখ খালীল আল হোসেনান

অনুবাদক: মাওলানা ডক্টর শাহ্‌ মুহাম্মাদ আবদুর রাহীম

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *