যেসব জিনিস নিয়ে প্রস্রাব-পায়খানায় যাওয়া নিষেধ
যেসব জিনিস নিয়ে প্রস্রাব-পায়খানায় যাওয়া নিষেধ সেগুলো হলো :
ক. আল্লাহর নাম লেখা কোনো বস্তু নিয়ে প্রস্রাব-পায়খানায় না যাওয়া :
স্বয়ং রাসূলুল্লাহ সা. আল্লাহর নামাঙ্কিত মোহরের আংটি প্রস্রাব-পায়খানায় যাওয়ার সময় খুলে যেতেন। সুতরাং প্রস্রাব-পায়খানায় যাওয়ার সময় আল্লাহর নাম লেখা আছে এমন কোনো বস্তু নিয়ে যাওয়া উচিত নয়।
এ প্রসঙ্গে হাদীসের বাণী,
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْخَلَاء وَضَعَ خَاتَمَهُ .
“হযরত আনাস রা. হতে বর্ণিত, তিনি বলেন, ‘রাসূলুল্লাহ সা. পায়খানায় প্রবেশের আগে (আল্লাহর নাম খোদিত) আংটি খুলে রাখতেন।(নাসায়ী ১৭৮, ইবনে মাযাহ ৩০৩, আবু দাউদ ১৯, তিরমিযী ১৭৪৬। সনদটি ত্রুটিযুক্ত।)
খ. রাসূলুল্লাহ সা.-এর নাম নিয়ে
গ. ফেরেশতাদের নাম নিয়ে
ঘ. কুরআনের কোনো আয়াত নিয়ে
তথ্যসূত্র :
বই: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ১০০০ সুন্নাত
লেখক: শাইখ খালীল আল হোসেনান
অনুবাদক: মাওলানা ডক্টর শাহ্ মুহাম্মাদ আবদুর রাহীম