প্রশ্নোত্তর

‘কুচ’ ইত্যাদি দিয়ে মাছ শিকার করে খাওয়া জায়েজ?

প্রশ্ন

From: শাহাদাত

বিষয়ঃ খাদ্য-দ্রব্য

Assalamu alikum জনাব, কোচ (লোহার এক ধরণের যন্ত্র যা দ্বারা মাছ ধরা হয়) দ্বারা মাছ ধরে উক্ত মাছ খাওয়ার বিধান কি? দলিল সহ জানতে চাই। এক মুফতী সাহেব নাজায়েয বলেছেন।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

খাওয়া জায়েজ আছে। কারণ, মাছ এমন প্রাণী যা ভক্ষণ করা হালাল হওয়ার জন্য জবাই করা জরুরী নয়। তাই যে কোন হালাল পদ্ধতিতে তা ধরার মাধ্যমে ভক্ষণ হালাল হয়ে যায়।

وهو الذى سخر البحر لتاكلوا منه لحما طريا أى وهو السمك (جلالين، سورة النحل-14، 1/216، روح المعانى-8/165)

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” أُحِلَّتْ لَنَا مَيْتَتَانِ: الْحُوتُ، وَالْجَرَادُ “

আব্দুল্লাহ বিন উমর রাঃ থেকে বর্ণিত। নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাদের জন্য দু’টি মৃত জীব হালাল করা হয়েছেঃ মাছ ও ট্টিড্ডি। [সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৩২১৮, সুনানে দারা কুতনী, হাদীস নং-৪৭৩২]

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল[email protected]

এই ব্লগটি পড়ে আপনার প্রতিক্রিয়া কী?

খুশি
0
আরও উন্নত হতে পারে
0

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *