হালাল পশুর গোশতের সাথে লাগোয়া রক্ত কি নাপাক?

প্রশ্ন

From: হাসিব

বিষয়ঃ হালাল ও হারাম

আমি এসএসসি পরীক্ষার্থী।কাল একটি  প্রশ্ন এসেছে যা হালাল-হারাম সম্বন্ধীয়। বইয়ে উল্লেখ আছে “রক্ত পান করা হারাম(তবে হালাল জন্তুর গোশতে লেগে থাকা রক্ত হারাম নয়)” (ববোর্ড বই,পৃষ্ঠা ৮২),যেহেতু হালাল বা হারাম ভুল জানা  কুফরি তাই এ প্রশ্নের উত্তর জানা আবশ্যক বোধ করছি।

উত্তর

بسم الله الرحمن الرحيم

বোর্ডের বইয়ে লিপিবদ্ধ করা মাসআলাটি সঠিক। রক্ত পান করা হারাম এতে কোন সন্দেহ নেই। তবে প্রশ্ন হল, কোন রক্ত হারাম?

প্রবাহিত রক্ত হারাম। আর গোশতের সাথে যে রক্ত লেগে থাকে তা প্রবাহমান রক্ত নয়। বরং গোশতের সাথে লাগোয়া রগের রক্ত। যা খুবই সামান্য হয়ে থাকে। প্রবাহমাণ পরিমাণ হয় না।

তাছাড়া এ থেকে মুক্ত থাকাও সম্ভব নয়।

এ কারণে গোশতের সাথে লেগে থাকা রক্তকে হালাল বলা হয়েছে।

قُل لَّا أَجِدُ فِي مَا أُوحِيَ إِلَيَّ مُحَرَّمًا عَلَىٰ طَاعِمٍ يَطْعَمُهُ إِلَّا أَن يَكُونَ مَيْتَةً أَوْ دَمًا مَّسْفُوحًا أَوْ لَحْمَ خِنزِيرٍ فَإِنَّهُ رِجْسٌ أَوْ فِسْقًا [٦:١٤٥]

আপনি বলে দিনঃ যা কিছু বিধান ওহীর মাধ্যমে আমার কাছে পৌঁছেছে, তন্মধ্যে আমি কোন হারাম খাদ্য পাই না কোন ভক্ষণকারীর জন্যে, যা সে ভক্ষণ করে; কিন্তু মৃত অথবা প্রবাহিত রক্ত অথবা শুকরের মাংস এটা অপবিত্র অথবা অবৈধ; [সূরা আনআম-১৪৫]

وَقَدْ قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا: لَوْ حُرِّمَ قَلِيلُ الدَّمِ لَتَتَبَّعَ النَّاسُ مَا فِي الْعُرُوقِ، وَلَقَدْ كُنَّا نَطْبُخُ اللَّحْمَ وَالْمَرَقَةُ تَعْلُوهَا الصُّفْرَةُ، وَلِذَلِكَ فُرِّقَ بَيْنَ قَلِيلِ الدَّمِ وَبَيْنَ قَلِيلِ سَائِرِ النَّجَاسَاتِ لأَنَّ قَلِيلَ سَائِرِ النَّجَاسَاتِ حَرَامٌ أَكْلُهَا وَشُرْبُهَا (الجامع الصحيح للسنن والمسانيد، كتاب الطهارة، الباب الخامس الأعيان الطاهرة، الدَّمُ الْبَاقِي فِي العُرُوقِ وَاللَّحْمِ بَعْدَ الذَّبْح-22/399

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *