প্রশ্নোত্তর

ঋনগ্রহীতা হারাম টাকায় ঋণ পরিশোধ করলে তা গ্রহণ করা যাবে?

প্রশ্ন

From: মাও: জামাল উদ্দিন শরফভাটা রাংগুনীয়া,চিটাগাং

বিষয়ঃ হারাম টাকা দিয়ে ঝৃণ পরিশোধ করা প্রসজ্ঞ

প্রশ্নঃ

আমি একজন মানুষকে টাকা ধার দিয়েছি,সেই টাকা গুলো যদি হারাম টাকা দিয়ে পরিশোধ করে, তাহলে আমি টাকা গুলো নিতে পারবো কি না?

অথবা আমি জানি উনি হারাম কাজে লিপ্ত হয়ে পড়ে, টাকা ধার নেওয়ার পরে, তাহলে উনার কাছ থেকে কিভাবে টাকা গুলো নিবো?

অনুগ্রহপূর্বক বিস্তারিত জানাবেন।

উত্তর

بسم الله الرحمن الرحيم

আপনার জন্য ধারের টাকা গ্রহণ করা জায়েজ আছে।

عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيُّ الْوَاجِدِ يُحِلُّ عِرْضَهُ وَعُقُوبَتَهُ» قَالَ عَلِيٌّ الطَّنَافِسِيُّ: «يَعْنِي عِرْضَهُ شِكَايَتَهُ، وَعُقُوبَتَهُ سِجْنَهُ»

আমর ইবনুশ শারীদ (রাঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে স্বচ্ছল ব্যক্তি কোন দেনা পরিশোধ করতে গড়িমসি করে, তাকে অপমান করা ও শাস্তি দেয়া উভয়ই আমার জন্য হালাল। আল আত-তানাফিসী (রাঃ) বলেন, অপমান করা অর্থ তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা এবং শাস্তি দেয়ার অর্থ তাকে জেলখানায় কয়েদ করা। [সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২৪২৭, সুনানে আবূ দাউদ, হাদীস নং-৩৬২৮]

والله اعلم بالصواب

উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

এই ব্লগটি পড়ে আপনার প্রতিক্রিয়া কী?

খুশি
0
আরও উন্নত হতে পারে
0

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *