মাদরাসার জন্য কালেকশনকারীকে কালেকশনকৃত অর্থ থেকে বেতন দেয়া যাবে কি?
প্রশ্ন
আমার প্রশ্ন হলো মাদ্রাসার কালেকশান করে সেই টাকা দিয়ে বেতন নেওয়া জায়েজ আছে কিনা? বা কোন মোহতামিমের জন্য কি সেই টাকা দিয়ে বেতন দেয়া বৈধ হবে কিনা?
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যদি মাদরাসা কর্তৃপক্ষ কাউকে কালেক্টর নিয়োগ করে। যার কাজ হল মাদরাসার জন্য টাকা কালেকশন করে দেয়া। তাহলে উক্ত কালেক্টরের জন্য বেতন নেয়া সম্পূর্ণ জায়েজ।
কালেকশনকৃত সম্পদ দুই ধরণের। যথা-
১-যাকাত ও ওয়াজিব সদকা।
২-নফল অনুদান।
মাদরাসা কর্তৃপক্ষ নির্ধারিত কালেক্টর যদি যাকাত কালেকশন করে নিয়ে আসে, তাহলে উক্ত যাকাতের টাকা থেকে তাকে বেতন দেয়া জায়েজ হবে না। কারণ যাকাতের টাকা কেবলি গরীবের হক। যাকাতের টাকা পারিশ্রমিক হিসেবে প্রদান করা বৈধ নয়। কিন্তু তাকে জেনারেল ফান্ড থেকে বেতন দেয়া যাবে যাকাত কালেকশন করার কারণে।
আর যদি কালেক্টর নফল অনুদান কালেক্ট করে, তাহলে উক্ত অনুদান থেকে কর্তৃপক্ষ তাকে বেতন প্রদান করতে পারে।
فى رد المحتار- ويشترط أن يكون الصرف ( تمليكا ) لا إباحة كما مر -كتاب الزكاة -باب المصرف أي مصرف الزكاة والعشر-3/291
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
ইমেইল- [email protected]
[email protected]