হারাম উপার্জনকারীর মেয়েকে বিবাহ করার হুকুম কী?

প্রশ্ন

আমি যে মেয়ে কে বিয়ে করতে চাচ্ছি তার বাবা সুদের টাকায় অনেক সম্পদ করেছে। মেয়েটার ভাইবোন কেউ নেই। বিয়ে হওয়ার পরতো সব সম্পত্তি আমাদের। সুদের টাকা আমাকেও খেতে হবে। বিয়ে করা ও সম্পদ খাওয়া জায়েজ হবে।

উত্তর

بسم الله الرحمن الرحيم

বিয়ে করা জায়েজ আছে। কিন্তু সুদী টাকায় গড়া সম্পদ গ্রহণ করা, ব্যবহার করা জায়েজ হবে না। সেইসাথে সুদী টাকা থেকে হাদিয়া গ্রহণ এবং খানা খাওয়াও জায়েজ নেই।

তবে যদি উক্ত ব্যক্তির অন্য কোন হালাল ইনকাম থাকে, তা দিয়ে খানা খাওয়ালে বা হাদিয়া দিলে তা খাওয়া হাদিয়া গ্রহণ জায়েজ হবে।

أهدى إلى رجل شيئا أو أضافه إن كان غالب ماله من الحلال فلا بأس إلا أن يعلم بأنه حرام، فإن كان الغالب هو الحرام ينبغي أن لا يقبل الهدية، ولا يأكل الطعام إلا أن يخبره بأنه حلال ورثته أو استقرضته من رجل، كذا في الينابيع (الفتاوى الهندية-5/343، رد المحتار-6/247)

والله اعلم بالصواب

উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *