আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হল – আহলে সুন্নাত ওয়াল জামাত এর সমস্ত হক্কানি ওলামাদের ইলমি আলোচনাকে একটা প্লাট ফর্মে নিয়ে আসা এবং সকল মুসলিম উম্মাহর কাছে সঠিক ইসলামের জ্ঞান বা তথ্য পৌঁছে দিয়ে দ্বীনের খেতমত করা।
এক মেয়েকে একবার এক লাখ টাকায় দ্বিতীয়বার ছয় লাখ টাকা মোহর ধার্য করে বিয়ে করলে কোন মোহর আবশ্যক হবে?