ফ্ল্যাটের যাকাত সম্পর্কিত ৬ টি মাসআলা।
০১. মাসআলা : যদি কোন ব্যক্তি ফ্ল্যাট অথবা জমি, ব্যবসার নিয়তে ক্রয় করে, অর্থাৎ ক্রয় করার সময় বিক্রি করার নিয়ত ছিল, তাহলে এই সুরতে তার মূল্যের উপর প্রত্যেক বছর যাকাত ফরজ হবে এবং প্রত্যেক বছর মার্কেটে যে বিক্রয় মূল্য হবে সেটাই ধর্তব্য হবে এবং তা থেকে শতকরা আড়াই টাকা হারে যাকাত বের করা তার জন্য আবশ্যক হবে। যেমন : একটি ফ্ল্যাট একলক্ষ টাকা দিয়ে ক্রয় করল, বছর অতিবাহিত হওয়ার পর তার মূল্য দুই লক্ষ টাকা হয়ে গেল, তাহলে দুই লাখ টাকারই যাকাত দিতে হবে। আর যদি দ্বীতিয় বছর মূল্যে পাঁচ লাখ টাকা হয়ে যায় তাহলে পাঁচ লাখ টাকার উপরই যাকাত দেওয়া আবশ্যক হবে । (আলমগীরী : ১/১৭৯, শামী : ২/২৯৮)
০২.মাসআলা : যদি ফ্ল্যাট অথবা জমিন, ব্যবসার নিয়তে না নিয়ে থাকে; বরং নিজের ব্যক্তিগত প্রয়োজনে অথবা ব্যক্তিগতভাবে ঘর নির্মাণের নিয়তে নিয়ে থাকে, তাহলে তার উপর যাকাত ওয়াজিব হবে না । (আল ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু : খণ্ড : ২. পৃ ৭৮৭)
০৩.মাসআলা : আর যদি কোনো ব্যক্তি ফ্ল্যাট অথবা জমিন ক্রয় করে থাকে তার নিজের টাকাগুলো হেফাজত করার জন্য, তাহলে এ সুরতেও তার উপর যাকাত ওয়াজিব হবে। অর্থাৎ প্রত্যেক বছর মার্কেট অনুযায়ী যে মূল্যে হবে ঐ মূল্যের শতকরা আড়াই টাকা হারে যাকাত বের করা তার জন্য আবশ্যক হবে । (আলমগীরী : ১পৃ: ১৭২)
০৪.মাসআলা : আর যদি ফ্ল্যাট এই নিয়তে ক্রয় করে থাকে যে, পরবর্তীতে বিক্রি করে বাচ্চাদেরকে বিয়ে- শাদী করাবে, তাহলে এই সূরতে যাকাত ওয়াজিব হবে না। (আলমগীরী ১পৃ: ১৭২)
০৫. মাসআলা : যদি ফ্ল্যাট ক্রয় করার সময় বিক্রি করার নিয়ত না থাকে, পরে বিক্রি করার ইচ্ছা করে এবং এখন পর্যন্ত বিক্রি করতে পারেনি, তাহলে তার উপরও যাকাত ওয়াজিব হবে না। (আল হেদায়া খণ্ড : ১ পৃ: ১৮৭)
০৬. মাসআলা : যে ফ্ল্যাট বসবাসের ঘর নির্মান করার জন্য ক্রয় করা হয়, তার উপর যাকাত ওয়াজিব হবে না। (আলমগীরী খণ্ড : ১ পৃ: ১৭২)