ইসলাম

মুমিন বান্দার পরিচয়:

মুমিন (مؤمن) অর্থ হলো সত্যিকারের বিশ্বাসী। শুধুমাত্র ইসলাম গ্রহণ করাই মুমিন হওয়ার চূড়ান্ত পরিচয় নয়; বরং কুরআন, হাদিস এবং প্রসিদ্ধ ইসলামী গ্রন্থসমূহে মুমিনের পরিচয় আরও গভীরভাবে ব্যাখ্যা করা হয়েছে। মুমিন তিনি, যিনি আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করেন এবং তাঁর জীবন আল্লাহর বিধান ও রাসুলুল্লাহ ﷺ-এর সুন্নাহ অনুযায়ী পরিচালিত হয়।

১. কুরআনের আলোকে মুমিনের পরিচয়

কুরআনে মুমিনদের পরিচয় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে—

১. আল্লাহ ও রাসুলের প্রতি নিঃশর্ত বিশ্বাস:

إِنَّمَا ٱلْمُؤْمِنُونَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ بِٱللَّهِ وَرَسُولِهِۦ ثُمَّ لَمْ يَرْتَابُوا۟…

“মুমিন তো তারাই, যারা আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি ঈমান এনেছে, অতঃপর সন্দেহ পোষণ করেনি…”(সুরা আল-হুজরাত: ১৫)

২. আল্লাহর ভয়ে হৃদয় কম্পিত হয়:

إِنَّمَا ٱلْمُؤْمِنُونَ ٱلَّذِينَ إِذَا ذُكِرَ ٱللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ…

“নিশ্চয়ই মুমিন তারা, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হলে তাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে।”(সুরা আল-আনফাল: ২)

৩. আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখে:

وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ

“এবং তারা তাদের রবের উপর ভরসা করে।” (সুরা আল-আনফাল: ২)

২. হাদিসের আলোকে মুমিনের পরিচয়

হাদিস শরিফে মুমিন সম্পর্কে বহু বর্ণনা রয়েছে—

১. মুমিন অন্য মুসলমানের জন্য নিরাপদ:

রাসুলুল্লাহ ﷺ বলেন, “মুমিন হলো সে, যার হাত ও মুখের অনিষ্ট থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে।” ****(সহিহ বুখারি: ১০)

২. সত্যিকারের মুমিন পরোপকারী ও দয়ালু:

রাসুলুল্লাহ ﷺ বলেন, “তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে নিজের জন্য যা ভালোবাসে, তা-ই তার মুসলিম ভাইয়ের জন্য ভালোবাসে।” ****(সহিহ বুখারি: ১৩)

৩. মুমিন ধৈর্যশীল ও কৃতজ্ঞ:

রাসুলুল্লাহ ﷺ বলেন,

“মুমিনের অবস্থা আশ্চর্যজনক! তার জন্য সবকিছু কল্যাণকর। সুখ পেলে কৃতজ্ঞ হয়, কষ্ট পেলে ধৈর্য ধারণ করে।” (সহিহ মুসলিম: ২৯৯৯)

৩. প্রসিদ্ধ ইসলামী গ্রন্থসমূহের আলোকে মুমিনের পরিচয়

(১) ইমাম গাজালি (রহ.) – “ইহইয়া উলুমিদ্দিন”

ইমাম গাজালি (রহ.) তাঁর বিখ্যাত গ্রন্থ ইহইয়া উলুমিদ্দিন-এ মুমিনের পরিচয় সম্পর্কে বলেন—

মুমিন হল সেই ব্যক্তি, যার অন্তরে আল্লাহর ভালোবাসা গভীরভাবে প্রোথিত থাকে।

সে তার প্রতিটি কাজ ও সিদ্ধান্তে আল্লাহর সন্তুষ্টি প্রাধান্য দেয়।

তার হৃদয় দুনিয়ার লোভ থেকে মুক্ত এবং সে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে।

(২) ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.) – “মাদারিজুস সালিকিন”

ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.) তাঁর গ্রন্থ মাদারিজুস সালিকিন-এ মুমিনের পরিচয় ব্যাখ্যা করতে গিয়ে বলেন—

মুমিন হল সেই ব্যক্তি, যিনি আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা করেন এবং সবকিছুতে আল্লাহর হুকুম মেনে চলেন।

তার অন্তর শুদ্ধ হয়, এবং সে সবসময় তাওবার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আসে।

সে নিজের ঈমানকে ক্রমাগত পরিশুদ্ধ করতে চেষ্টা করে এবং শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকার জন্য সচেতন থাকে।

(৩) ইমাম আবু লাইলা (রহ.) – “শরহু ইমান”

ইমাম আবু লাইলা (রহ.) বলেন—

একজন প্রকৃত মুমিন দুনিয়ার জীবনের বিপরীতে আখিরাতের সুখকে অগ্রাধিকার দেন।

তার চলাফেরা, আচার-ব্যবহার, কথা-বার্তায় নম্রতা ও সততা প্রতিফলিত হয়।

সে গোপনে ও প্রকাশ্যে একরকম হয়ে থাকে; তার মধ্যে দ্বৈততা থাকে না।

(৪) জুন্নাইদ আল বাগদাদী (রহ.)

তিনি বলেন, “মুমিন হলো সেই ব্যক্তি, যার অন্তরে আল্লাহর ভালোবাসা সর্বাধিক প্রভাব বিস্তার করে এবং দুনিয়ার লোভ তাকে প্রভাবিত করতে পারে না।”

(৫) শেখ আব্দুল কাদির জিলানী (রহ.) বলেন—

  • মুমিনের অন্তর সর্বদা আল্লাহর দিকে ধাবিত হয়।
  • সে দুনিয়ার যেকোনো সমস্যায় আল্লাহর উপর নির্ভর করে।
  • তার জীবন সরল ও পরিশুদ্ধ হয়, এবং সে সর্বদা সত্যের উপর অবিচল থাকে।

সংকলক:

মুফতি রাশেদুল ইসলাম

ইফতা: জামিয়া ইসলামিয়া দারুল উলুম ঢাকা,মসজিদুল আকবর কমপ্লেক্স

এই ব্লগটি পড়ে আপনার প্রতিক্রিয়া কী?

খুশি
0
আরও উন্নত হতে পারে
0

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *