নবজাতকের মাথা মুণ্ডন করে চুলসম দান করা
নবজাতক শিশুর জন্মের পর সপ্তম দিনে মাথার চুল মুণ্ডন করা সুন্নাত । পিতা-মাতা সামর্থ্যবান হলে শিশুর মুণ্ডিত চুলের ওযন পরিমাণ স্বর্ণ বা রৌপ্য গরিব-দুঃখীদের মাঝে সাদাকাহ করে দেওয়া মুস্তাহাব। এ প্রসঙ্গে হাদীসের বাণী, عَنْ عَلِيّ بْن أبي طَالِب قَالَ عَقَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَن الْحَسَنِ بِشَاةِ وَقَالَ يَا فَاطَمَةٌ اَحْلِقِي رَأُسَهُ وَتَصَّدِقِي بِزِنَةِ شَعَرِهِ فِضَّةٌ
“হযরত আলী ইবনে আবি তালিব রা. রাসূলুল্লাহ সা. থেকে বর্ণনা করেন যে, রাসূল সা. হাসান রা.-এর পক্ষে বকরি দ্বারা আকিকা করলেন এবং স্বীয় কন্যা ফাতিমাকে নির্দেশ দিলেন মাথা মুণ্ডন করতে এবং মাথার চুল সমপরিমাণ ওজনে রৌপ্য দান করতে। (”ইমাম তিরমিযী, জামিউ—ত তিরমিযী, প্রাগুক্ত, খণ্ড- ৪, পৃ. ৯৯; মুহাম্মদ বিন আবি শাইবা, মুসান্নাফ ইবনে আবি শাইবাহ, রিয়াদ, মাকতাবাতুর রুশদ, ১৪০৯, প্রথম সংস্করণ, খণ্ড-৫, পৃ. ১১৩।)
স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে শিশুর চুল মুণ্ডন করলে তার স্বাস্থ্য ভালো থাকে, শক্তিশালী হওয়ার সুযোগ পায় এবং মাথার গঠন সুষম হয়।
এর ফলে শিশুর দর্শন, শ্রবণ, ঘ্রাণ শক্তির ভারসাম্য রক্ষিত হয় । তবে শিশুর মাথার চুল কিছু অংশ কাটা ও কিছু অংশ রাখা কিংবা মাঝখান থেকে কাটা বা চারদিক দিয়ে কাটা এরূপ করতে নিষেধ করা হয়েছে।
শিশুর এ মাথা মুণ্ডনের কাজটি আকীকার পূর্বেই করতে হবে। হাদীস শরীফে নবজাতকের মাথার চুলকে তার জন্য কষ্টদায়ক বস্তুরূপে আখ্যায়িত করা হয়েছে। তাই তা ফেলে দেওয়ার জন্য বলা হয়েছে। আকীকার পশুর রক্ত দ্বারা নবজাতকের মুণ্ডিত মস্তক রঞ্জিত করে নেওয়ার প্রথাকে রাসূল সা. অপছন্দ এবং নিষিদ্ধ করেন। অবশ্য রক্ত রঞ্জিত করার পরিবর্তে মস্তকে জাফরান প্রভৃতি সুগন্ধি মাখা সুন্নাত।
তথ্যসূত্র :
বই: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ১০০০ সুন্নাত
লেখক: শাইখ খালীল আল হোসেনান
অনুবাদক: মাওলানা ডক্টর শাহ্ মুহাম্মাদ আবদুর রাহীম