ইসলাম

ফিরে আসেন ইমাম আবু ইউসুফ

ইমাম আবু ইউসুফ রহ. ছিলেন ইমাম আবু হানীফা রহ. এর বিশিষ্ট শাগরিদ এবং অত্যন্ত আস্থাভাজন ছাত্র। তিনি একাধারে ছিলেন প্রখর মেধার অধিকারী এবং মুজতাহিদ আলিমেদীন। ইলমের প্রতি তাঁর উৎসাহ, ব্যুৎপত্তি, এবং ইমাম হয়ে ওঠা। এককথায় সবকিছুই ইমাম আবু হানীফা রহ. এর সুহবতের বরকতে।

একবার ইমাম আবু ইউসুফ রহ. দীর্ঘদিন অসুস্থ ছিলেন। সুস্থ হওয়ার পর আবু হানীফা রহ. এর মজলিসে না গিয়ে নিজেই একটি ইলমী মজলিস খুলে বসেন। তবে এ ব্যাপারে তিনি ইমাম আবু হানীফা রহ.-কে কিছুই জানাননি।

ইমাম আবু হানীফা রহ. প্রিয়ছাত্র না জানিয়ে পৃথক ইলমী মজলিস প্রতিষ্ঠা করাকে যুক্তিযুক্ত মনে করলেন না। তাই তিনি ইমাম আবু ইউসুফ রহ.-কে পরীক্ষা করার জন্য এক ব্যক্তিকে একটি মাসআলা শিখিয়ে তাঁর নিকট পাঠালেন। মাসআলাটি হচ্ছে, এক ব্যক্তি ধোপার কাছে একটি কাপড় দিলো। ধোপাকে কাপড় ফেরত দেয়ার তারিখও বলে দিলো। যথাসময়ে যখন কাপড়ের মালিক কাপড় আনার জন্য গেলো, তখন ধোপা কাপড় ফেরত দিতে অস্বীকার আনার জন্য গেলো, তখন ধোপা কাপড় ফেরত দিতে অস্বীকার করলো। কাপড়ের মালিক বেচারা অনেক কথা কাটাকাটি করে শেষ পর্যন্ত কাপড় ছাড়া ফিরে এলো। এদিকে কিছুদিন পর ধোপা নিজেই কাপড় ফেরত দিয়ে গেলো।

এখন প্রশ্ন হলো, ধোপা কি পারিশ্রমিক পাবে? ইমাম আবু হানীফা রহ. লোকটিকে শিখিয়ে দিলেন, যদি আবু ইউসুফ বলে—‘পারিশ্রমিক পাবে’ তাহলে তুমি বলবে, এটা ভুল। আর যদি বলে— ‘পারিশ্রমিক পাবে না’ তাহলে বলবে এটাও ভুল! ইমাম আবু হানীফা রহ. এর প্রেরিত লোকটি যথারীতি ইমাম আবু ইউসুফ রহ. এর মজলিসে গিয়ে ইমাম আবু হানীফা রহ. এর শিখিয়ে দেয়া মাসআলা জিজ্ঞেস করলো। ইমাম আবু ইউসুফ রহ.-ছিলেন অত্যন্ত বিচক্ষণ ফকীহ। তিনি সাথে সাথেই মাসআলার নিগূঢ় রহস্য বুঝে ফেললেন এবং সতর্ক হয়ে জবাব প্রদান থেকে বিরত রইলেন। তিনি কালবিলম্ব না করে তৎক্ষণাত ইমাম আবু হানীফা রহ. এর মজলিসে উপস্থিত হলেন।

ইমাম আবু হানীফা রহ. তাঁকে দেখেই জিজ্ঞেস করলেন, মনে হচ্ছে তুমি ধোপার মাসআলা নিয়ে এসেছো?’ ইমাম আবু ইউসুফ রহ. স্বীয় কৃত কর্মের উপর অনুতপ্ত হলেন। ইমাম আবু হানীফা রহ. এর নিকট মাসআলাটি বুঝিয়ে দেয়ার আবেদন করলেন। ইমাম আবু হানীফা রহ. তাকে মাসআলা বুঝাতে গিয়ে বললেন, যদি অস্বীকারের পূর্বে ধোপা কাপড় ধুয়ে থাকে তাহলে পারিশ্রমিক পাবে। কারণ, তখন সে কাপড়ের মালিকের জন্যেই কাপড় ধুয়েছিলো। আর যদি অস্বীকারের পরে কাপড় ধুয়ে থাকে তাহলে পারিশ্রমিক পাবে না। কেননা, তখন সে তার নিজের জন্যেই ধুয়েছিলো । ইমাম আবু ইউসুফ রহ. বাকী জীবন যা করেছেন উস্তাদের অনুমতি নিয়েই করেছেন।

তথ্যসূত্র:

বই : ইমাম আযম আবু হানীফা রহ. এর ঈমানদীপ্ত গল্প

লেখক : মুফতি মাহফুজ মোসলেহ

এই ব্লগটি পড়ে আপনার প্রতিক্রিয়া কী?

খুশি
0
আরও উন্নত হতে পারে
0

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *