ইবাদত

প্রস্রাব-পায়খানায় বসার আদব

এক্ষেত্রে লক্ষণীয় বিষয়গুলো হলো :

ক. জুতা পরিধান করে ও মাথা আবৃত করে বসা।

প্রস্রাব-পায়খানায় জুতা পরিধান করে এবং মাথা আবৃত করে বসা সুন্নাত এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সা.-এর হাদীস عَنْ حَبِيبِ بْنِ صَالِحٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ” إِذَا دَخَلَ الْخَلَاءَ لَبِسَ حِذَاءَهُ، وَغَطَى رَأْسَهُ.

“তাবি-তাবিয়ী হযরত হাবীব ইবনে সালিহ (রা.) বলেন, রাসূলুল্লাহ (সা.) যখন শৌচাগারে প্রবেশ করতেন তখন জুতা পরিধান করতেন এবং মাথা আবৃত রাখতেন। সুনানে কুবরা বায়হাকী, হাদীস নং : ৪৫৬।

এখানে কয়েকটি বিষয় লক্ষ্যণীয় : প্রথম, হাদীসটি ইবনে সা’দ ছাড়াও বায়হাকী সংকলন করেছেন। আব্দুর রউফ মুনাবী ও অন্যান্য মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন যে, হাদীসটি শুধু মুরসালই নয়, তাবি-তাবিয়ী হাবীব তায়ী পর্যন্ত সনদও দুর্বল। হাদীসটির একমাত্র বর্ণনাকারী আবু বকর ইবনে আব্দুল্লাহ ইবনে আবী মরিয়ম। তিনিই দাবি করেন যে, হাবীব তায়ী হাদীসটি বলেছেন। এই আবু বকর দুর্বল রাবী। দ্বিতীয়ত, এ বিষয়ে সহীহ সনদে আবু বকর সিদ্দীক রা. থেকে বর্ণিত হয়েছে, তিনি নিজে ইসতিনজার সময় মাথা আবৃত করতেন এবং মুসলিমদেরকে মাথা আবৃত করতে উৎসাহ দিতেন। হাদীসটি আব্দুল্লাহ ইবনুল মুবারক তাঁর আয যুহদ গ্রন্থে (পৃ ১০৭) ও অন্যান্য মুহাদ্দিস সহীহ সনদে সংকলন করেছেন। -অনুবাদক।

খ. বাম পায়ের উপর ভর দিয়ে ডান পা খাড়া করে বসা

পস্রাব-পায়খানায় বসার আদব হলো বাম পায়ের উপর ভর দিয়ে ডান পা ছাড়া করে বসা। এ প্রসঙ্গে হাদীসের বাণী, عَنْ سُرَاقَةَ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: عَلَّمَنَا رَسُولُ الله صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ فِي الْخَلَاءِ : “أَنَّ نَقَعُدَ عَلَى اليُسْرَى وَنَنْصَبَ اليُمنى “

“হযরত সোরাকা বিন মালেক রা. হতে বর্ণিত, তিনি বলেছেন, নবী করীম (সা:) আমাদেরকে পায়খানা করার সময় বাম পায়ের উপর ভর দিয়ে ও ডান খাড়া করে বসবার জন্য শিক্ষা দিয়েছেন।”ইমাম বায়হাকী ৯৬/১; (দুর্বল সনদে)

গ. পর্দার আড়াল থেকে বসা

প্রস্রাব-পায়খানা করার সময় পর্দার আড়ালে থাকতে হবে। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সা.-এর বাণী, عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَنِ اكْتَحَلَ فَلْيُوتِرُ مَنْ فَعَلَ فَقْدَ أَحْسَنَ ، وَمَنْ لَا فَلَا حَرَجَ …… وَمَنْ أَتَى الْغَانِ فَلْيَسْتَتِرُ .

“হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সা. বলেছেন, যে ব্যক্তি পাথর দিয়ে শৌচ করবে, সে যেন বেজোড় সংখ্যায় পাথর ব্যবহার করে । কেউ তা করে, তাহলে ভালো আর না হলে কোনো দোষ নেই । …এই হাদীসে আরো বলা হয়েছে : ‘যে ব্যক্তি মলত্যাগের জন্য গমন করাবে, সে যেন নিজেকে (পর্দার সাহায্যে) আড়াল করে নেয়। (সুনানে আবু দাউদ, হাদীস নং : ৩৫, (হাদীসটি আবু দাউদ সংকলন করেছেন। ইবনে হিব্বান, হাকিম হাদীসটি সহীহ বলে উল্লেখ করেছেন। হাফিয ইবনে হাজার আসকালানী ফাতহুল বারী গ্রন্থে হাসান বলে উল্লেখ করেছেন)।

ঘ. লোকচক্ষুর অন্তরালে বসা

লোকচক্ষুর অন্তরালে থেকে প্রস্রাব-পায়খানা করা লজ্জাশীলতার নিদর্শন, আর লজ্জাশীলতা হলো ঈমানের নিদর্শন। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ স.-এর হাদীস

عَن المغيرة بن شُعْبَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ لِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَمَ “خُذِ الْإِدَاوَةَ”. فَانْطَلَقَ حَتَّى تُوَارِى عَنِّي فَقَضَى حَاجَتَهُ

“হযরত মুগীরা বিন শো’বা রা. হতে বর্ণিত, তিনি বলেছেন, আল্লাহর রাসূলুল্লাহ সা. আমাকে বললেন, ‘পানির পাত্রটি লও, তাউপর তিনি পায়খানা ফেরার জন্য চলতে থাকলেন এবং আমার দৃষ্টির অগোচর হওয়ার পর পায়খানা করলেন । (বুখারী, হাদীস নং : ৩৬৩, মুসলিম, হাদীস নং : ২৭৪)

ঙ. দুই ব্যক্তি পাশাপাশি না বসা

এ প্রসঙ্গে হাদীসের বাণী, عن جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إذَا تَغَوَطَ الرَّجُلَانِ فَلْيَتَوَارِ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا عَنْ صَاحِبِهِ, وَلَا يتحدثًا فَإِنَّ اللهَ يَنْقُتُ عَلَى ذَلِكَ

“হযরত জাবের (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল (স) বলেছেন, “যখন দু’জন এক সঙ্গে পায়খানা করতে বসবে তখন এমনভাবে বসরে যেন একে অপরকে দেখতে না পায়। আর যেন তারা আপোসে কথাবার্তা না বলে কেননা আল্লাহ তা’আলা এতে ভীষণ অসন্তুষ্ট হন । (আহমদ। ইবনে সাকান ও ইবনে কাত্তান একে সহীহ বলেছেন। (এর সনদে ত্রুটি আছে।) অন্য মুহাদ্দেস হাদীসটিকে সহীর পর্যায়ভুক্ত করেছেন। মেয়েদের মধ্যে এ দোষটা বেশি রয়েছে। কিন্তু সকলের জন্যই এটা হারাম।)

চ. প্রস্রাব-পায়খানায় খুব কাছাকাছি থেকে সতর খোলা

প্রস্রাব-পায়খানার খুব কাছাকাছি থেকে সতর খোলা সম্পর্কিত রাসূলুল্লাহ সা.-এর হাদীস, عَنِ ابْنِ عُمَرَ : أَنَّ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَرَادَ حَاجَةٌ لَا يَرْفَعُ ثَوْبَهُ حَتَّى يَدْنُو مِنَ الْأَرْضِ.

“হযরত ইবনে ওমর রা. থেকে বর্ণিত, নবী করীম সা. যখন প্রস্রাব- পায়খানার ইচ্ছা করতেন তখন তিনি জমীনের খুব কাছাকাছি না হওয় পর্যন্ত কাপড় উঠাতেন না । (সুনানে আবু দাউদ, হাদীস নং :১৪ । (গ্রন্থকার হাদীসটিকে দুর্বল বলেছেন)

তথ্যসূত্র :

বই: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ১০০০ সুন্নাত

লেখক: শাইখ খালীল আল হোসেনান

অনুবাদক: মাওলানা ডক্টর শাহ্‌ মুহাম্মাদ আবদুর রাহীম

এই ব্লগটি পড়ে আপনার প্রতিক্রিয়া কী?

খুশি
0
আরও উন্নত হতে পারে
0

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *