ইবাদত

প্রস্রাব-পায়খানায় যেসব কাজ করা নিষেধ

প্রস্রাব-পায়খানায় যেসব কাজ করা নিষেধ সেগুলো হলো :

ক. কথা বলা :

এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সা.-এর হাদীস, عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِي، قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى الْمُتَغَوَطَيْنِ أَنْ يَتَحَدَّثَ ، وَقَالَ: فَإِنَّ اللهَ يَنقُتُ عَلَى ذَلِكَ.

“হযরত আবু সাঈদ খুদরী রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সা. প্রস্রাব-পায়খানারত দুজন ব্যক্তিকে কথা বলতে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সা. আরো বলেন, কেননা মহান আল্লাহ তা ঘৃণা করেন। ( সহীহ মুসতাদরাক হাকেম, হাদীস নং : ৫৫৯ )

খ. জবানে যিকির করা

প্রস্রাব-পায়খানায় আল্লাহর যিকির করা নিষিদ্ধ। কারণ এ সময় মানুষ অপবিত্র থাকে । আর অপবিত্র অবস্থায় আল্লাহর যিকির করা রাসূলুল্লাহ সা. অপছন্দ করতেন। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সা.-এর হাদীস, عَنِ الْمُهَاجِرِ بْنِ قُنْفُدِ، أَنَّهُ أَتَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَبُولُ فَسَلَّمَ عَلَيْهِ، فَلَمْ يَرُدَّ عَلَيْهِ حَتَّى تَوَضَّأَ ثُمَّ اعْتَذَرَ إِلَيْهِ فَقَالَ ” گرِهْتُ أَنْ أَذْكُرَ اللَّهَ عَزَّ وَجَلَّ إِلَّا عَلَى ظهرٍ

তিনি নবী করীম সা.-এর খিদমতে পৌঁছলেন যখন তিনি প্রস্রাবরত ছিলেন। তিনি তাঁকে সালাম দিলেন। কিন্তু নবী করীম সা. ওযু না করা পর্যন্ত তার সালামের উত্তর দেয়া থেকে বিরত থাকলেন। অতঃপর তিনি তার নিকট ওযর পেশ করে বললেন : আমি পবিত্র হওয়া ব্যতীত আল্লাহর নাম স্মরণ করা অপছন্দ করি।”(সুনানে আবু দাউদ, হাদীস নং : ১৭। ইবনে মাজাহ ও সুনানে নাসাঈতেও এ হাদীসটি বর্ণিত আছে।)

গ. কুর’আন তিলাওয়াত করা

ঘ. সালাম দেয়া ও এর উত্তর দেয়া

প্রস্রাব-পায়খানা করার সময় সালাম দেয়া ও উত্তর না দেওয়া সম্পর্কে রাসূলুল্লাহ সা.-এর হাদীস, عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: مَرَّ رَجُلٌ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَبُولُ، فَسَلَّمَ عَلَيْهِ فَلَمْ يَرُدَّ عَلَيْهِ

“হযরত ইবনে ওমর রা. থেকে বর্ণিত, তিনি বলেছেন, একদা নবী করীম সা. প্রস্রাব করিতেছিলেন, তখন এক ব্যক্তি তার পাশ দিয়ে গমনকালে তাকে সালাম দেয়। কিন্তু নবী করীম সা. সালামের উত্তর দেন নাই ।”(সুনানে আবু দাউদ, হাদীস নং : ১৬)

ঙ. খাওয়া বা পান করা

পায়খানা থেকে বের হতেন তখন বলতেন, “র্তা” “গুফরানাকা (তোমার নিকট ক্ষমা চাইছি)।”১১ ১০। ইসতিজা করার পর মাটি দিয়ে হাত ধৌত করা এ প্রসঙ্গে রাসূলুলাহ সা. এর বাণী : عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَتَى الْخَلَاءَ، تَيْتُهُ بِمَاءٍ فِي تَوْرٍ أَوْ رَكْوَةٍ فَاسْتَنْجَى» ، قَالَ أَبُو دَاوُدَ: فِي حَدِيثِ وَكِيعٍ: ثُمَّ مَسَحَ يَدَهُ عَلَى الْأَرْضِ ، ثُمَّ أَتَيْتُهُ بِإِنَاءٍ آخَرَ فَتَوَضَ. “হযরত আবু হুরাইরা রা. থেকে বর্ণিত। তিনি বলেন, যখন নবী করীম সা. পায়খানায় গমন করতেন তখন আমি তার জন্য পিতল বা চামড়ার পাত্রে পানি নিয়ে যেতাম । অতঃপর তিনি ইসতিব্জা করে মাটিতে হাত মলতেন অতঃপর আমি অন্য পাত্রে পানি আনতাম, যা দ্বারা তিনি ওযু করতেন।”১১৬ ১১৪ নাসায়ী ১৭৮, ইবনে মাযাহ ৩০৩, আবু দাউদ ১৯, তিরমিযী ১৭৪৬। সনদটি ত্রুটিযুক্ত। ১১৫ আবু দাউদ; হাদীস ৩০, নাসায়ী; হাদীস ৭৯, তিরমিযী, হাদীস ৭, ইবনে মাজাহ, হাদী ৩০০/১৪৪৪, হাকেম; হাদীস ১৮০, আহমদ; হাদীস ৬৫৫) ৫ জনে। আবু হাতেম (রহ.) একে সহীহ বলেছেন ৷ ৷ ১১৬ সুনানে আবু দাউদ, হাদীস নং : ৪৫।

তথ্যসূত্র :

বই: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ১০০০ সুন্নাত

লেখক: শাইখ খালীল আল হোসেনান

অনুবাদক: মাওলানা ডক্টর শাহ্‌ মুহাম্মাদ আবদুর রাহীম

এই ব্লগটি পড়ে আপনার প্রতিক্রিয়া কী?

খুশি
0
আরও উন্নত হতে পারে
0

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *