শিশুকে ইসলামি শিক্ষায় শিক্ষিত করা
সন্তান জন্মের পর পরিণত বয়সে মাতা-পিতার উপর কর্তব্য হলো সন্তানকে ইসলামি শিক্ষায় শিক্ষিত করা। সন্তান জন্মের সাথে সাথেই মা-বাবার প্রতি প্রাথমিক পর্যায়ে যেসব কর্তব্য পালন করতে হয় সে সম্পর্কে রাসূলুল্লাহ সা.-এর একটি হাদীস থেকে জানা যায় যে- عَنْ أَبِي رَافِعٍ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَلِلْوَلَدِ عَلَيْنَا حَقٌّ كَحَقِنَا عَلَيْهِمْ قَالَ نَعَمْ حَقٌّ الوَلِد عَلَى الْوَالِدِ أَنْ يُعْلَمَهُ الْكِتَابَةَ وَالسَّبَاحَةَ وَالرَّمِي وان يورثه طيبا
“হযরত আবু রাফি— (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, একদা তিনি রাসূলুল্লাহ সা. কে জিজ্ঞেস করলেন যে, সন্তানদের প্রতি তাদের কোনো দায়িত্ব-কর্তব্য আছে কিনা, যেমনিভাবে আমাদের উপর তাদের দায়িত্ব ও কর্তব্য রয়েছে? উত্তরে রাসূলুল্লাহ সা. বললেন- হ্যাঁ, আর তাহলো কিতাব শিক্ষা দেওয়া, সাঁতার শিখানো, ধনুক প্রশিক্ষণ ও যথাযথভাবে সম্পদের অংশীদার বানানো । (ইমাম আল বায়হাকী, সুনান আল বায়হাকী আল কুবরা, (মাকতাবাতু দারিল বাজ : মাক্কাতুল মুকাররাম), প্রকাশকাল – ১৯৯৪/১৪১৪, খণ্ড-১০, পৃ. ১৫, হাদীস নং ১৯৬২৬, গ্রন্থকার বলেন হাদীসটি (যয়ীফ) দুর্বল)
قال النبي صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإِذَا بَلَغَ فَليُزوجه (بَيْهَقِي فِي شُعَبِ الإِيمَانِ
“পিতামাতার প্রতি সন্তানের অধিকার প্রধানত তিনটি— জন্মের পরই তার জন্য উত্তম নাম রাখতে হবে, জ্ঞান বৃদ্ধি হলে তাকে কুর’আন শিক্ষা দিতে হবে। আর সে যখন পূর্ণবয়স্ক হবে, তখন তার বিয়ের ব্যবস্থা করতে হবে।
রাসূলুল্লাহ সা.-এর আরো একটি হাদীসে জানা যায়- عَنْ سَمُرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كُلُّ غُلَامٍ مُرْتَهَنَّ بِعَقِيقَتِهِ تُذْبَحُ عَنْهُ يَوْمَ السَّابِعِ وَيُخْلَقُ رَأْسُهُ وَيُسَمَّى
“হযরত সামুরা ইবনে জুনদুব রা. রাসূলুল্লাহ সা. থেকে বর্ণনা করেন, প্রত্যেক নবজাত শিশু তার আকীকার নিকট বন্দি, তাঁর জন্মের ৭ম দিবসে তার নামে পশু জবাই করতে হবে, তার নাম রাখতে হবে এবং তার মাথার চুল মুণ্ডন করতে হবে।
(ইমাম ইবনে মাজাহ, সুনান ইবনি মাজাহ, কিতাবুজ্ জাবায়েহে, বাবুল ‘আকিকাহ, খণ্ড-২, পৃ. ১০৫৬, হাদীস নং ৩১৬৫; -ইমাম তিরমিযী, জামিউ‘ত্ তিরমিযী, কিতাবুল আদাহী, বাবুল ‘আকিকাতি বি শাতিন, খণ্ড-৪, পৃ. ১০১, হাদীস নং ১৫২২ ; -ইমাম আবু দাউদ, সুনান আবু দাউদ, বাবু ফিল আকিকাতি, খণ্ড-৩, পৃ. ১০৬, হাদীস নং ২৮৩৭; -ইমাম আহমদ, মুসনাদ আহমদ, খণ্ড-৫, পৃ. ১২, হাদীস নং ২০১৫১।)
তথ্যসূত্র :
বই: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ১০০০ সুন্নাত
লেখক: শাইখ খালীল আল হোসেনান
অনুবাদক: মাওলানা ডক্টর শাহ্ মুহাম্মাদ আবদুর রাহীম