ঈদের দিনের সুন্নাত সমূহ
ঈদের দিনের সুন্নাত সমূহ নিচে আলোচনা করা হলঃ
১। খুব সকালে ঘুম থেকে উঠা
২। মিসওয়াক করা
৩। গোসল করা
৪। সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা
৫। খুশবু ব্যবহার করা
৬। শরিয়ত সীমার ভিতর থেকে যথাসম্ভব সজ্জিত হওয়া
৭। ফজরের নামাযের পর জলদি ঈদগাহে উপস্থিত হওয়া
৮। ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে খোরমা/খেজুর খাওয়া ও বিজড় সংখ্যক খাওয়া। খোরমা/খেজুর না থাকলে অন্য মিষ্টি কিছু খাওয়া। আর ঈদুল আজহার দিনে নামাযের পূর্বে কোন কিছু না খাওয়া।
৯। ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করা।
১০। ঈদের নামায ঈদগাহে পড়া।
১১। ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া।
১২। ঈদগাহে এক রাস্তায় যাওয়া অন্য রাস্তায় ফিরে আসা।
১৩। ঈদুল ফিতরে অনুচ্চস্বরে এবং ঈদুল আজহার উচ্চস্বরে তাকবীরে তাশরিক বলতে বলতে ঈদগাহে যাওয়া
এই ব্লগটি পড়ে আপনার প্রতিক্রিয়া কী?
খুশি
2
আরও উন্নত হতে পারে
0