বিচারকার্যে ভুল শুধরিয়ে দেয়া
একবার এক ব্যক্তি জনৈক মহিলার সাথে ঝগড়া করছিলো। মহিলা লোকটিকে ‘হারামীর সন্তান’ বলে গালি দিলো। লোকটি মহিলার সাথে ঝগড়া না বাড়িয়ে কূফার বিচারক কাজী ইবনে আবী লাইলার নিকট অভিযোগ করলো । কাজী ইবনে আবী লাইলা মহিলাকে গ্রেফতারের নির্দেশ দিলেন 1মহিলাকে কূফার জামে মসজিদে উপস্থিত করা হলো। যেখানে কাজী ইবনে আবী লাইলা বিচারকার্য পরিচালনা করতেন। ঘটনাক্রমে…