প্রতিবেশীর হক
প্রতিবেশীর সাথে করণীয় (প্রতিবেশীর অধিকার)
হাদীছে প্রতিবেশীর বহু অধিকার বর্ণিত হয়েছে । এক রেওয়ায়েতের বর্ণনা অনুযায়ী বাড়ীর চতুর্দিকে চল্লিশ বাড়ী পর্যন্ত সকলেই প্রতিবেশীর আওতাভুক্ত । তাছাড়া শহরে বা গ্রামে বাড়ীর পার্শ্ববর্তীগণ যেমন প্রতিবেশী, তদ্রূপ বাড়ী থেকে যার সাথে একত্রে সফরে যাওয়া হয় বা বিদেশে গিয়ে এক সঙ্গে সফর করা হয় এসব সফরসঙ্গী এবং মাদ্রাসা, স্কুল, কলেজ, অফিস, আদালত বা যে কোন কর্মস্থলে এক সঙ্গে যারা কিছুক্ষণের জন্য হলেও থাকে তারাও প্রতিবেশী, হোক সাময়িক প্রতিবেশী তবুও ততক্ষণের জন্য প্রতিবেশীর নির্দ্ধারিত অধিকার তাদের প্রাপ্য । বিভিন্ন হাদীছে বর্ণিত প্রতিবেশীর অধিকার সমূহ নিম্নরূপঃ
তথ্যসূত্রঃ কিতাবঃ আহকামে যিন্দেগী লেখকঃ মাওলানা মুহাম্মাদ হেমায়েত উদ্দিন শায়খুল হাদিস, জামিয়া ইসলামিয়া আরাবিয়া, তাঁতিবাজার, ঢাকা - ১১০০। মুহাদ্দিছ, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া, ৩৩২, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা ১২৩৬।
এই ব্লগটি পড়ে আপনার প্রতিক্রিয়া কী?
খুশি
0
আরও উন্নত হতে পারে
0