প্রতিবেশীর হক

প্রতিবেশীর সাথে করণীয় (প্রতিবেশীর অধিকার)

হাদীছে প্রতিবেশীর বহু অধিকার বর্ণিত হয়েছে । এক রেওয়ায়েতের বর্ণনা অনুযায়ী বাড়ীর চতুর্দিকে চল্লিশ বাড়ী পর্যন্ত সকলেই প্রতিবেশীর আওতাভুক্ত । তাছাড়া শহরে বা গ্রামে বাড়ীর পার্শ্ববর্তীগণ যেমন প্রতিবেশী, তদ্রূপ বাড়ী থেকে যার সাথে একত্রে সফরে যাওয়া হয় বা বিদেশে গিয়ে এক সঙ্গে সফর করা হয় এসব সফরসঙ্গী এবং মাদ্রাসা, স্কুল, কলেজ, অফিস, আদালত বা যে কোন কর্মস্থলে এক সঙ্গে যারা কিছুক্ষণের জন্য হলেও থাকে তারাও প্রতিবেশী, হোক সাময়িক প্রতিবেশী তবুও ততক্ষণের জন্য প্রতিবেশীর নির্দ্ধারিত অধিকার তাদের প্রাপ্য । বিভিন্ন হাদীছে বর্ণিত প্রতিবেশীর অধিকার সমূহ নিম্নরূপঃ

সাহায্য সহযোগিতা চাইলে তা করা

ঋণ চাইলে তা প্রদান করা

অসুস্থ হলে শুশ্রুষা করা

অভাবী হলে আর্থিকভাবে তার উপকার করা

কোনরূপ কষ্ট পেলে (যেমন গরু-বাছুর, হাঁস-মুরগি বা ছেলে-মেয়ে দ্বারা কোন কিছু নষ্ট বা ক্ষতি হলে) ছবর করা

প্রতিবেশীর বিবি, সন্তানাদি ও জীব-জন্তুর হেফাজত করা

প্রতিবেশীর খুশির বিষয়ে খুশি প্রকাশ করা

প্রতিবেশীর কোন দুঃখের বিষয় হলে সমবেদনা প্রকাশ করা

বিশেষ কোন রান্না-বান্না বা ফল-ফুটের ব্যবস্থা হলে প্রতিবেশীকেও তা থেকে কিছু হাদিয়া দেয়া। সম্ভব না হলে গোপনে সেগুলো বাড়ির মধ্যে ঢুকানো এবং নিজের সন্তানেরা যেন তা নিয়ে বাইরে না আসে, যাতে প্রতিবেশীর সন্তানাদি তা দেখে মনক্ষুন্ন না হয়

মৃত্যুবরণ করলে তার জানাযায় অংশ নেয়া

প্রতিবেশীর সাথে সমঝোতা ব্যতীত উঁচু দেয়াল বা ইমারত বানিয়ে তার বাতাস বন্ধ করে না দেয়া

প্রতিবেশীর অনুমতি ব্যতীত তার বাড়ির আশ-পাশে ময়লা আবর্জনা ফেলে তাকে দুর্গন্ধের কষ্ট না দেয়া

তথ্যসূত্রঃ
কিতাবঃ আহকামে যিন্দেগী
লেখকঃ মাওলানা মুহাম্মাদ হেমায়েত উদ্দিন
শায়খুল হাদিস, জামিয়া ইসলামিয়া আরাবিয়া, তাঁতিবাজার, ঢাকা - ১১০০।
মুহাদ্দিছ, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া, ৩৩২, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা ১২৩৬।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *