রোযার নিয়তের আগে কিছু খেয়ে ফেললে পরে নিয়ত করলে রোযা হবে কি?
প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
প্রশ্ন : হযরত আমি প্রত্যেক সপ্তাহে সোমবারে নফল রোজা রাখি ইনশাল্লাহ মিস দেইনা।
ব্যস্ততা থাকাই অনেক সময় সেহেরী না খেয়েও রোজা রেখে দেই ।
ঘুম থেকে উঠে ফজরের পরে রোজার নিয়ত করে ফেলি।
হঠাৎ একদিন মনে ছিল না যে আজকে সোমবার তখন ঘুম থেকে উঠে আমি কিছু খেয়ে ফেলি পরবর্তীতে মনে হয় আজকে সোমবার। সেহরি না খেয়ে ফজরের পরে খেজুর খেয়েছি পরক্ষণে মনে হয়েছে আজকে সোমবার রোজা রাখার দিন এই মুহূর্তে আমি কি রোজা টা কন্টিনিউ করতে পারব?
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
রোযা রাখার নিয়ত করার পর ভুলে কোন কিছু খেয়ে ফেললে রোযা ভঙ্গ হয় না।
কিন্তু নিয়ত করার আগেই রোযা ভঙ্গের কারণ পাওয়ার পর নিয়ত করলে রোযা হবে না।
তাই আপনার নফল রোযাটি হবে না। তাই কন্টিনিউ করে লাভ নেই।
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَكَلَ نَاسِيًا، وَهُوَ صَائِمٌ، فَلْيُتِمَّ صَوْمَهُ، فَإِنَّمَا أَطْعَمَهُ اللَّهُ وَسَقَاهُ (صحيح البخارى، رقم-6669، سنن ابن ماجه، رقم-1673)
إذَا أَكَلَ الصَّائِمُ أَوْ شَرِبَ أَوْ جَامَعَ نَاسِيًا لَمْ يُفْطِرْ، وَلَا فَرْقَ بَيْنَ الْفَرْضِ وَالنَّفَلِ كَذَا فِي الْهِدَايَةِ (الفتاوى الهندية، زكريا-1/202)
قَوْلُهُ فَإِنْ أَكَلَ الصَّائِمُ، أَوْ شَرِبَ أَوْ جَامَعَ نَاسِيًا إلَى آخِرِهِ لِحَدِيثِ الْجَمَاعَةِ إلَّا النَّسَائِيّ «مَنْ نَسِيَ، وَهُوَ صَائِمٌ فَأَكَلَ أَوْ شَرِبَ فَلْيُتِمَّ صَوْمَهُ فَإِنَّمَا أَطْعَمَهُ اللَّهُ وَسَقَاهُ» وَالْمُرَادُ بِالصَّوْمِ الشَّرْعِيُّ لَا اللُّغَوِيُّ الَّذِي هُوَ مُطْلَقُ الْإِمْسَاكِ (البحر الرائق، كتاب الصوم، بَابُ مَا يُفْسِدُ الصَّوْمَ وَمَا لَا يُفْسِدُهُ، زكريا-2/271، دار الكتاب الإسلامي-2/291، رد المحتار، زكريا-3/365، الفتاوى التاتارخانية-3/375)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।
উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।
উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।
ইমেইল– [email protected]