প্রশ্নোত্তর

রোযা রেখে চোখের ছানি অপারেশন করালে রোযা ভেঙ্গে যাবে কি?

প্রশ্ন

আমার নাম এনামুল হক, বাড়ি নারায়ণগঞ্জ,  আড়াই হাজার।

রোজা অবস্থায় চোখ কাটাইলে। রোজা ভঙ্গ হবে কিনা।  বা রোজার কোন সমস্যা হবে কি না।

যদি জানাইতেন অনেক উপকার হতো। কেননা আমার মায়ের আগামী শুক্রবার দিন চোখ কাটানো হবে

উত্তর

بسم الله الرحمن الرحيم

চোখের ছানি অপারেশনের সাথে রোযা ভঙ্গের কোন কারণ পাওয়া যায় না। তাই রোযা অবস্থায় চোখের ছানি অপারেশন করলে রোযা ভঙ্গ হবে না।

তবে যদি কোন অষুধ পেটের ভিতরে প্রবেশ করানো হয়, তাহলে রোযা ভেঙ্গে যাবে।

وأما إذا اكتحل أو أقطر بشيئ من الدواء فى عينه لا يفسد الصوم عندنا، وإن وجد ظعم ذلك فى حلقه (الفتاوى التاتارخانية-3/379، رقم-4630)

ولو أقطر شيئا من الدواء فى عينه لا يفطر صومه عندنا، وإن وجد طعمه فى حلقه (الفتاوى الهندية-1/203، جديد-1/266)

ولأنه لا ينفذ من العين إلى الجوف ولا إلى الدماغ، وما وجد من طعمه فذلك أثره لا عينه، وإنه لا يفسد الخ (بدائع الصنائع، زكريا-2/268، رد المحتار،زكريا-3/367)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল– [email protected]

এই ব্লগটি পড়ে আপনার প্রতিক্রিয়া কী?

খুশি
0
আরও উন্নত হতে পারে
0

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *