পায়ুপথে মলম ব্যবহার করলে রোযা ভঙ্গ হয় কি?
প্রশ্ন
বিষয়ঃ আমি বিগত কিছু রোজায় পায়ু পথে মলম ব্যাবহার করেছি,আমার কি সেই রোজা গুলো কাজা আদায় করতে হবে কি?
প্রশ্নঃ
আমি বিগত কিছু রোজায় পায়ু পথে অল্প ভেতরে মলম ব্যাবহার করেছি,আমার কি সেই রোজা গুলো কাজা আদায় করতে হবে, নাকি রোজা আদায় হয়ে গেছে?
দ্বিতীয়ত এভাবে মলম লাগালে রোযা ভেঙ্গে যায় জানার পর, রোযার কথা ভুলে গিয়ে যদি মলম লাগাই, তাহলে রোযার হুকুম কী?
উত্তর
بسم الله الرحمن الرحيم
যেসব রোযার সময় ইচ্ছেকৃত পায়ুপথে মলম ব্যবহার করা হয়েছে। সব ক’টি রোযার কাযা আদায় করতে হবে। আর ভুলে এমনটি করলে রোযা ভঙ্গ হয় না। যেমন ভুলে পানাহার করলে রোযা ভঙ্গ হয় না।
أو أدخل أصبعه مبلولة بماء أودهن في دبره” أو استنجى فوصل الماء إلى داخل دبره أو فرجها الداخل بالمبالغة فيه والحد الفاصل الذي يتعلق بالوصول إليه الفساد قدر الحقنة وقلما يكون ذلك (طحطاوى على مراقى الفلاح-557، الفتاوى الهندية-1/204)
عَنِ الْحَسَنِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تُجُوِّزَ لِأُمَّتِي النِّسْيَانُ وَالْخَطَأُ، وَمَا اسْتُكْرِهُوا عَلَيْهِ (جامع معمر بن راشد، رقم الحديث-20588
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল- [email protected]