ইসলাম

পিতা-মাতার অবাধ্য সন্তান বেহেশতে প্রবেশ করবে না

পিতা-মাতা সন্তানের জন্য পৃথিবীতে আল্লাহ তাআলার অন্যতম বড় নিয়ামত। তাঁদের অকৃত্রিম ভালোবাসা, সীমাহীন ত্যাগ ও মেহনতের বিনিময়ে সন্তান বড় হয়। ইসলামে পিতা-মাতার অধিকারকে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে যে, আল্লাহ তাআলা কুরআনে তাঁর ইবাদতের পরই পিতা-মাতার প্রতি সদাচারের আদেশ দিয়েছেন।

কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, অনেক সন্তান পিতা-মাতার প্রতি অকৃতজ্ঞ, তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং তাঁদের আদেশ-নিষেধকে অবহেলা করে। ইসলামের দৃষ্টিতে এটি অত্যন্ত গর্হিত অপরাধ, যার শাস্তি শুধু দুনিয়াতে নয়, বরং আখিরাতেও ভয়াবহ। হাদিসে স্পষ্টভাবে উল্লেখ আছে, পিতা-মাতার অবাধ্য সন্তান জান্নাতে প্রবেশ করতে পারবে না।

১.রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন:

“তিন ধরনের ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না:১) পিতা-মাতার অবাধ্য,২) দাইউস (যে নিজের পরিবারের অনৈতিকতা মেনে নেয়),৩) নারীসুলভ পুরুষ (যে স্বাভাবিক পুরুষোচিত স্বভাব ত্যাগ করে)।”(সুনান নাসাঈ: ২৫৬২, মুসনাদ আহমাদ: ৫৬৪)

➡️ এই হাদিস স্পষ্টভাবে প্রমাণ করে যে, পিতা-মাতার অবাধ্যতা এমন এক মারাত্মক অপরাধ, যা জান্নাতের দরজা বন্ধ করে দিতে পারে।

২.আরেকটি হাদিসে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন:

“আল্লাহ তাআলা তিন ব্যক্তির দিকে কিয়ামতের দিন দৃষ্টিও দিবেন না:১) পিতা-মাতার অবাধ্য,২) মদপানকারী,৩) অন্যের দান করা জিনিসকে অহংকারের সাথে প্রকাশকারী।”(নাসাঈ: ২৫৬১, আহমাদ: ২১৩৩৪)

➡️ এই হাদিসে বলা হয়েছে, পিতা-মাতার অবাধ্য সন্তানের প্রতি আল্লাহ তাআলা কিয়ামতের দিন করুণাদৃষ্টিও দিবেন না, যা জান্নাত থেকে বঞ্চিত হওয়ার অন্যতম লক্ষণ।

৩.রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন:

“কোনো সন্তান যদি তার পিতা-মাতার প্রতি অবাধ্য অবস্থায় মারা যায়, তবে সে জাহান্নামে যাবে।”

(মুসনাদ আহমাদ: ১৯৪২৩)

➡️ অর্থাৎ, যে ব্যক্তি পিতা-মাতার অবাধ্য হয়ে ইন্তেকাল করে, তার জন্য জান্নাতের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে।


পিতা-মাতার সন্তুষ্টি: জান্নাতে প্রবেশের চাবিকাঠি

ইসলামে পিতা-মাতার সন্তুষ্টি অর্জন করাকে জান্নাতে প্রবেশের অন্যতম শর্ত হিসেবে বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন—

“পিতা-মাতা হলো তোমার জান্নাত বা জাহান্নাম (যার আনুগত্য করলে জান্নাতে যাবে, আর অবাধ্য হলে জাহান্নামে যাবে)।”

(সুনান ইবন মাজাহ: ৩৬৬২)

➡️ অর্থাৎ, যে ব্যক্তি পিতা-মাতার প্রতি সদাচার করে, সে জান্নাতের পথ সুগম করবে, আর যে অবাধ্য হবে, সে জান্নাত থেকে বঞ্চিত হবে।


উপসংহার

পিতা-মাতার অবাধ্যতা কোনো সাধারণ অপরাধ নয়; এটি এমন একটি মারাত্মক গুনাহ, যার কারণে একজন মুসলমান জান্নাত থেকে চিরতরে বঞ্চিত হতে পারে। কুরআন ও হাদিসে বারবার পিতা-মাতার প্রতি সদাচারের তাগিদ দেওয়া হয়েছে এবং অবাধ্যতার শাস্তি সম্পর্কে কঠোর সতর্কতা উচ্চারণ করা হয়েছে।

আমাদের উচিত, পিতা-মাতার খেদমত করা, তাঁদের সন্তুষ্টি অর্জনের জন্য সর্বদা সচেষ্ট থাকা এবং তাঁদের জন্য দোয়া করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পিতা-মাতার আনুগত্য করার তাওফিক দান করুন এবং জান্নাতের পথে চলার সুযোগ করে দিন। আমিন।

সংকলক:

মুফতি রাশেদুল ইসলাম

ইফতা: জামিয়া ইসলামিয়া দারুল উলুম ঢাকা,মসজিদুল আকবর কমপ্লেক্স

মুহাদ্দিস: মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও জামিয়া মুহাম্মাদীয়া আরাবিয়া মাদরাসা কমপ্লেক্স

এই ব্লগটি পড়ে আপনার প্রতিক্রিয়া কী?

খুশি
0
আরও উন্নত হতে পারে
0

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *