ডান কানে আযান ও বাম কানে ইকামত দেয়া
শিশু ভূমিষ্ঠ হওয়ার পউপরই শিশুর ডান কানে আযান ও বাম কানে ইক্বামত ধ্বনি শোনান কর্তব্য। অর্থাৎ আল্লাহর প্রভুত্ব ও সার্বভৌমত্বের কথা স্মরণ করিয়ে দিতে হবে।
হাদীসে এসেছে, عَنْ عُبَيْدِ اللهِ بْنِ أَبِي رَافِعٍ عَنْ أَبِيهِ قَالَ رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَذَّنَ فِي اذْنِ الْحَسَنِ بْنِ عَلِيِّ حِيْنَ وَلَدَتْهُ فَاطِمةُ بِالصَّلَاةِ
“হযরত উবায়দুল্লাহ ইবনে আবু রাফে তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, হযরত ফাতিমা রা. যখন ইমাম হাসান রা. কে প্রসব করলেন তখন “রাসূলুল্লাহ সা. তার কানে কানে সালাতের আযানের মতো আযান দেন ৷ ইমাম তিরমিযী, জামিউ—ত্ তিরমিযী, বাবুল আযানি ফি উজনিল্ মাউলুদি, কিতাবুল আদাহি আন রাসূলিল্লাহি সা, প্রাগুক্ত, খণ্ড-৪, পৃ. ৯৭, হাদীস নং ১৫১৪; -ইমাম আবু দাউদ, সুনান আবু দাউদ, কিতাবুল আযান, বাবু ফিস্ সবিয়্যি ইউলাদু ফা ইউজানু ফি উজনিহি, প্রাগুক্ত, খণ্ড-৪, পৃ. ৩২৮, হাদীস নং ৫১০৫; -ইমাম আহমদ, মুসনাদ আহমদ, হাদিসু আবি রাফি (রা.), খণ্ড-৬, পৃ. ৯, হাদীস নং ২৩৯২০; প্রাগুক্ত, খণ্ড ৬, পৃ. ৩৯১, হাদীস নং ২৭২৩০ ।
ইমাম বাইহাকী ও ইবনে আনাসী রহ. হযরত হুসাইন ইবনে আলী রা. থেকে বর্ণনা করেন যে, নবী করীম সা. ঘোষণা করেছেন— مَنْ وَلَدَ لَهُ مَوْلُودٌ فَأَذَنَ فِي أَذْنِهِ الْيُمْنَى وَأَقَامَ فِي اذْنِهِ الْيُسْرَى رُفِعَتْ عنه أم الصبيات
কোনো ব্যক্তির যখন শিশুসন্তান জন্মগ্রহণ করে তখন যদি তার ডান কানে আযান এবং বাম কানে ইকামত ধ্বনি শোনানো হয় তবে ঐ শিশুর বিশেষ ধরনের রোগ তথা জিনের প্রভাব থেকে নিষ্কৃতি পায় ।
তথ্যসূত্র :
বই: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ১০০০ সুন্নাত
লেখক: শাইখ খালীল আল হোসেনান
অনুবাদক: মাওলানা ডক্টর শাহ্ মুহাম্মাদ আবদুর রাহীম