যুহদ অর্জনের উপায়সমূহ
যুহদ (দুনিয়ার প্রতি আসক্তি পরিহার) অর্জন করা সহজ নয়, তবে কিছু পদ্ধতি অনুসরণ করলে এটি অর্জন করা সম্ভব। নিচে কুরআন, হাদিস ও সালাফদের বাণীর আলোকে যুহদ অর্জনের কিছু গুরুত্বপূর্ণ উপায় তুলে ধরা হলো—
১. দুনিয়ার ক্ষণস্থায়িত্ব অনুধাবন করা
যুহদ অর্জনের জন্য প্রথমে বুঝতে হবে যে, দুনিয়া স্থায়ী নয়, বরং এটি একটি পরীক্ষাগার মাত্র।
আল্লাহ তায়ালা ইরশাদ করেন: اللَّهُ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَيَقْدِرُ لَهُ إِنَّ اللَّهَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ
“আল্লাহ যার জন্য ইচ্ছা জীবিকা প্রশস্ত করেন এবং যার জন্য ইচ্ছা সংকুচিত করেন। নিশ্চয়ই তিনি সবকিছু সম্পর্কে সর্বজ্ঞ।” (সূরা আনকাবুত: ৬২)
উপদেশ: মানুষ যদি বুঝতে পারে যে, সম্পদ আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা, তাহলে সে দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্ত হবে না।
২. দুনিয়ার লোভ থেকে নিজেকে মুক্ত রাখা
যুহদ অর্জনের জন্য দুনিয়ার প্রতি অতি আসক্তি ত্যাগ করা জরুরি।
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন**:”দুনিয়ার ভালোবাসা সকল পাপের মূল।”(বায়হাকি, শুআবুল ঈমান: ১০৩৮৩)**
উপদেশ: মানুষ যদি দুনিয়ার প্রতি লোভ কমিয়ে দেয়, তাহলে তার অন্তর যুহদের দিকে ধাবিত হবে।
৩. সাদাসিধে জীবনযাপন করা
অতিরিক্ত বিলাসিতা ও আরামের জীবন যাপন করলে দুনিয়ার প্রতি আসক্তি বাড়ে। তাই সাদাসিধে জীবন যাপন যুহদ অর্জনের অন্যতম উপায়।
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন:“তোমরা দুনিয়াতে একজন পথিকের মতো হও, অথবা একজন মুসাফিরের মতো।”_(বুখারি: ৬৪১৬)
উপদেশ: দুনিয়ার প্রতি আসক্তি কমিয়ে দিলে মানুষ সহজেই যুহদ অর্জন করতে পারে।
৪. আখিরাতের প্রতি ভালোবাসা বৃদ্ধি করা
যুহদ অর্জনের জন্য দুনিয়ার লোভ কমানোর পাশাপাশি আখিরাতের প্রতি ভালোবাসা বৃদ্ধি করা জরুরি।
আল্লাহ তায়ালা ইরশাদ করেন: وَمَا ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَآ إِلَّا لَهْوٌ وَلَعِبٌۭ ۚ وَإِنَّ ٱلدَّارَ ٱلْـَٔاخِرَةَ لَهِىَ ٱلْحَيَوَانُ ۚ لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ
“এই দুনিয়ার জীবন তো কেবল খেলা ও আনন্দ মাত্র, আর প্রকৃত জীবন তো আখিরাতের জীবন— যদি তারা জানত!” (সূরা আনকাবুত: ৬৪)
উপদেশ: আখিরাতের প্রতি মনোযোগী হলে মানুষ দুনিয়ার প্রতি নির্লিপ্ত হয়ে যায়।
৫. বেশি বেশি মৃত্যু স্মরণ করা
যুহদ অর্জনের জন্য মৃত্যুকে বারবার স্মরণ করা দরকার।
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন: “তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, কারণ এটি দুনিয়ার প্রতি আসক্তিকে ধ্বংস করে দেয়।”_ (তিরমিজি: ২৩০৭)
উপদেশ: যখন মানুষ মৃত্যুকে বেশি স্মরণ করবে, তখন তার দুনিয়ার প্রতি আসক্তি কমবে এবং যুহদ অর্জন সহজ হবে।
৬. কম খাওয়া, কম ঘুমানো ও কম কথা বলা
যুহদ অর্জনের জন্য কম খাওয়া, কম ঘুমানো ও কম কথা বলা দরকার।
ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.) বলেন: “চারটি জিনিস অন্তরকে কঠিন করে দেয়— অতিরিক্ত খাওয়া, অতিরিক্ত ঘুম, অতিরিক্ত কথা বলা এবং পাপাচার।”_(মাদারিজুস সালিকীন, ১/৪৫২)
উপদেশ: আত্মনিয়ন্ত্রণ করলে যুহদ অর্জন সহজ হয়।
৭. দুনিয়ার প্রতি আল্লাহর দৃষ্টিভঙ্গি অনুধাবন করা:
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন: “আল্লাহর কাছে যদি এই দুনিয়ার মূল্য এক মশার ডানার সমানও হতো, তাহলে তিনি কোনো কাফিরকে এক ফোঁটা পানিও দিতেন না।”_(তিরমিজি: ২৩২০, সহিহ)
উপদেশ: যখন মানুষ বুঝতে পারবে যে, দুনিয়ার প্রকৃত মূল্য কিছুই নয়, তখন তার যুহদ অর্জন সহজ হবে।
৮. ধন-সম্পদ ও ক্ষমতার অহংকার থেকে মুক্ত থাকা
যুহদ অর্জনের জন্য ধন-সম্পদ ও ক্ষমতার অহংকার ত্যাগ করা জরুরি।
হযরত হাসান বসরি (রহ.) বলেন: “যে ব্যক্তি অহংকার ত্যাগ করে, দুনিয়ার প্রতি অনাসক্ত হয় এবং আল্লাহর সন্তুষ্টি কামনা করে, সেই প্রকৃত যুহদ অবলম্বনকারী।”_
উপদেশ: ক্ষমতা ও সম্পদ থাকলেও মানুষ যদি অহংকার না করে, তাহলে সে যুহদ অর্জন করতে পারে।
৯. গরীব ও মিসকিনদের সঙ্গে বসবাস করা
যুহদ অর্জনের জন্য দরিদ্র ও মিসকিনদের সঙ্গে সম্পর্ক রাখা এবং তাদের জীবনযাপন দেখা উপকারী।
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন:“তোমরা গরীবদের সঙ্গে বসবাস করো এবং তাদের সঙ্গে মিশো, কারণ এতে তোমাদের অন্তর নম্র হবে।”_(ইবনু মাজাহ: ৪১২৭)
উপদেশ: গরীবদের সঙ্গে বসবাস করলে মানুষ দুনিয়ার প্রতি আসক্তি কমিয়ে যুহদ অর্জন করতে পারে।
১০. আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা রাখা (তাওয়াক্কুল)
যুহদ অর্জনের জন্য আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা রাখা জরুরি।
আল্লাহ তায়ালা ইরশাদ করেন: وَمَن يَتَوَكَّلْ عَلَى ٱللَّهِ فَهُوَ حَسْبُهُ ۚ
“যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট।” (সূরা আত-তালাক: ৩)
উপদেশ: যদি কেউ সত্যিকারভাবে আল্লাহর ওপর ভরসা রাখে, তবে দুনিয়ার প্রতি তার মোহ কমবে এবং যুহদ অর্জন সহজ হবে।
সংকলক:
মুফতি রাশেদুল ইসলাম
ইফতা: জামিয়া ইসলামিয়া দারুল উলুম ঢাকা,মসজিদুল আকবর কমপ্লেক্স