ইসলাম

চার মাযহাবের অনুসারী সকলই আহলে সুন্নাত ওয়াল জামাত

আহলে সুন্নাত ওয়াল জামাত (أهل السنة والجماعة) হলো সেই পথ, যা রাসূলুল্লাহ ﷺ, সাহাবায়ে কেরাম ও তাবেয়িনগণ অনুসরণ করেছেন। ইসলামের মূলধারার এই অনুসারীরা শরীয়তের সকল বিধান কুরআন, সহিহ হাদিস, ইজমা ও কিয়াসের ভিত্তিতে গ্রহণ করে। চার মাজহাব—হানাফি, মালিকি, শাফেয়ি ও হাম্বলি—এর অনুসারীরা সকলেই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত।

চার মাজহাব ও আহলে সুন্নাত

চার মাজহাবের ইমামগণ ছিলেন মুহাদ্দিস, মুজতাহিদ ও ফকিহ। তাঁরা প্রত্যেকেই রাসূলুল্লাহ ﷺ- এর সুন্নাহ মেনে শরীয়তের বিধান সংকলন করেছেন। তাদের অনুসারীরা আহলে সুন্নাতের মূলনীতির ওপর প্রতিষ্ঠিত।

১. হানাফি মাজহাব – ইমাম আবু হানিফা (رحمه الله) প্রতিষ্ঠিত। তাঁর অনুসারীরা ইজমা ও কিয়াসকে গুরুত্ব দিয়ে শরীয়তের বিধান নির্ধারণ করেন।

২. মালিকি মাজহাব – ইমাম মালিক (رحمه الله) মদিনার আমল ও সহিহ হাদিসের ভিত্তিতে ফিকহ সংকলন করেছেন।

  1. শাফেয়ি মাজহাব – ইমাম শাফেয়ি (رحمه الله) কুরআন, সুন্নাহ ও কিয়াসের ভারসাম্যপূর্ণ ব্যাখ্যা প্রদান করেন।

৪. হাম্বলি মাজহাব – ইমাম আহমাদ ইবনে হাম্বল (رحمه الله) সরাসরি সহিহ হাদিসকে অগ্রাধিকার দিয়ে ফিকহ সংকলন করেছেন।

চার মাজহাবের অনুসারীরা কেন আহলে সুন্নাত ওয়াল জামাত?

তাদের আকিদা এক – চার মাজহাবের অনুসারীরা আকিদায় আহলে সুন্নাতের মূলনীতি মেনে চলে, যা সাহাবায়ে কেরামের আকিদার ওপর প্রতিষ্ঠিত।

তারা রাসূল ﷺ ও সাহাবাদের পথ অনুসরণ করে – তাদের ফিকহ কুরআন, হাদিস, সাহাবাদের ফতোয়া ও উম্মতের ইজমার ভিত্তিতে গঠিত।

তারা ভ্রান্ত গোষ্ঠী থেকে দূরে – খারিজি, মুতাজিলা, শিয়া ও অন্যান্য বিভ্রান্ত দলের মতো তারা কুরআন ও সুন্নাহের বাহ্যিক অর্থ বিকৃত করেন না।

ইজমাকে মান্য করে – চার মাজহাবের মধ্যে মতভেদ থাকলেও তারা ইজমা ও কিয়াসের বিধান মান্য করে, যা আহলে সুন্নাতের অন্যতম বৈশিষ্ট্য।

সংকলক:

মুফতি রাশেদুল ইসলাম

ইফতা: জামিয়া ইসলামিয়া দারুল উলুম ঢাকা,মসজিদুল আকবর কমপ্লেক্স

এই ব্লগটি পড়ে আপনার প্রতিক্রিয়া কী?

খুশি
0
আরও উন্নত হতে পারে
0

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *