ভণ্ড নবীর নিকট নবুওয়াতের প্রমাণ চাওয়াও কুফরী
ইমাম আবু হানীফা রহ. এর যুগে এক লোক নবুওয়াতের দাবি করলো। লোকজন তাকে পাকড়াও করলো। নবুওয়াতের মিথ্যাদাবিদার লোকদেরকে বললো, আমাকে একটু সুযোগ দাও, আমি তোমাদেরকে আমি নবী হওয়ার কিছু আলামত দেখাই। লোকজন বললো, ঠিক আছে দেখাও ।
তখন ইমাম আবু হানীফা রহ. বললেন, না, এটা কিছুতেই হতে পারে না। মিথ্যা নবীর নিকট নবুওয়াতের আলামত চাওয়াও কুফরী। কারণ, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না ।
এই কথা বিশ্বাস করার পর মিথ্যা নবীর নিকট নবুওয়াতের আলামত চাওয়ার অর্থ হচ্ছে, নবী হওয়ার সম্ভাবনাকে স্বীকার করে নেওয়া। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই হাদীস সম্পর্কেও সন্দেহ সৃষ্টি করে। আর নবুওয়াত সম্পর্কে সন্দেহ করাও কুফরী।
তথ্যসূত্র:
বই : ইমাম আযম আবু হানীফা রহ. এর ঈমানদীপ্ত গল্প
লেখক : মুফতি মাহফুজ মোসলেহ
এই ব্লগটি পড়ে আপনার প্রতিক্রিয়া কী?
খুশি
0
আরও উন্নত হতে পারে
0