ভবিষ্যৎ কাজের জন্য ইনশাআল্লাহ বলা সুন্নাত

ভবিষ্যতে কোনো কাজ করার ওয়াদা বা স্বীকারোক্তি করলে এর সঙ্গে ইনশাআল্লাহ বাক্যটি যুক্ত করতে হবে। কেননা ভবিষ্যতে জীবিত থাকবে কি না তা কারও জানা নেই। জীবিত থাকলেও কাজটি করতে পারবে কিনা তারও নিশ্চয়তা নাই। কাজেই মুমিনের উচিত মনে মনে স্বীকারোক্তি এবং মুখে স্বীকারোক্তির মাধ্যমে আল্লাহ তা’আলার উপর ভরসা করা। ভবিষ্যতে কোনো কাজ করার কথা বললে এভাবে বলা দরকার। যদি আল্লাহ তা’আলা চান তবে আমি এ কাজটি আগামী কাল করবো। ইনশাআল্লাহ বাক্যের অর্থ তাই।

তথ্যসূত্রঃ

কিতাবঃ তা’লীমুস সুন্নাহ ও আমালে প্রচলিত ভুল সংশোধন সংকলকঃ অধ্যক্ষ মুহাম্মাদ মিজানুর রহমান চৌধুরী খলীফা – মুহিউস সুন্নাহ শাহ আবরারুল হক রহঃ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *