বহুমুখী ইবাদতকে একত্রে পালন করা
যে তাদের সময়কে যথাযথভাবে ব্যবহার করতে জানে, সেই পারে কীভাবে একটি সুযোগকে কাজে লাগিয়ে অনেক ইবাদাতকে একত্রিত করা যায়।
এখানে কিছু উদাহরণ দেওয়া হলো :
ক. যেমন আপনি যখন মসজিদে সালাত আদায় করতে যান হেঁটে কিংবা গাড়িতে করে, এই কাজটিই স্বয়ং একটি ইবাদাত। কিন্ত অনুরূপ সময়কেই আল্লাহর যিকর, কুরআন তিলাওয়াতের জন্য ব্যবহার করা যেতে পারে। ফলে একটি সুযোগকে কাজে লাগিয়ে অনেক ইবাদাতকে একত্রিত করা হলো।
খ. আপনি যখন এমন কোনো মজলিসে যান যেখানে মন্দ কোনো কাজ হয় না, এটিও একটি ইবাদাত। কিন্তু অনুরূপ সময়েই আপনি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে পারেন এবং আল্লাহর স্মরণ করতে পারেন।
গ. একজন মহিলা ঘরে অবস্থান করা, বাড়ির লোকদের কাজ করা একটি ইবাদাত। যখন সে এর মাধ্যমে আল্লাহর নৈকট্য কামনা করে। অনুরূপ সময়েই সে তার সময়কে আল্লাহর যিকর, ইসলামিক লেকচার ইত্যাদি শুনার মাধ্যমে অন্যান্য ইবাদাত করতে পারেন এবং সাওয়াবের ভাণ্ডার পরিপূর্ণ করে নিতে পারেন।
এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সা. এর হাদীস : عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: إِنْ كُنَّا لَنَعُدُّ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَجْلِسِ الْوَاحِدِ مِائَةَ مَرَّة :
“হযরত ইবনে উমার রা. থেকে বর্ণিত, তিনি বলেন, যখন আমরা রাসূলুল্লাহ সা. এর সাথে এক বৈঠকে ছিলাম, আমরা গণনা করে দেখেছি তিনি একশতবার বলেছিলেন: رَبِّ اغْفِرْ لِي، وَتُبْ عَلَيَّ، إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ
“হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন এবং আমি আপনার নিকট ফিরে আসছি। নিশ্চয়ই আপনি সবচেয়ে ক্ষমাশীল এবং সবচেয়ে দয়াময়’। আবু দাউদ, হাদীস নং: ১৫১৬, আত তিরমিযী, হাদীস নং: ৩৪৩৪। চিন্তা করে দেখুন রাসূলুল্লাহ সা. কীভাবে একটি সুযোগকে কাজে লাগিয়ে দু’টি ইবাদাত করলেন।
১. আল্লাহর স্মরণ এবং তাঁর ক্ষমা প্রার্থনা।
২. সাহাবীদের সাথে বসা এবং তাদেরকে দ্বীন শিক্ষা দেয়া।
তথ্যসূত্র :
বই: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ১০০০ সুন্নাত
লেখক: শাইখ খালীল আল হোসেনান
অনুবাদক: মাওলানা ডক্টর শাহ্ মুহাম্মাদ আবদুর রাহীম