ইতিকাফকারী ইস্তিঞ্জার জন্য বাইরে বের হলে কারো সাথে কথাবার্তা বলতে পারবে কি?
প্রশ্ন
ইতিকাফকারী ইস্তিঞ্জার জন্য বাইরে বের হলে কারো সাথে কথাবার্তা বলতে পারবে কি? দয়া করে দ্রুত জানালে কৃতজ্ঞ হবো।
উত্তর
بسم الله الرحمن الرحيم
পারবে। তবে দাঁড়িয়ে দীর্ঘসময় কথা বলতে পারবে না। বরং হাটতে হাটতে কথা বললে সমস্যা নেই।
لو خرج لحاجة الانسان ثم ذهب لعيادة المريض أو لصلاة الجنازة من غير أن يكون لذلك قصد فإنه جائز، بخلاف ما إذا خرج لحاجة الانسان ومكث بعد فراغه انه ينتقض اعتكافه عند ابى حنيفة قل أو كثر (البحر الرائق-2\302)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
ইমেইল– [email protected]
এই ব্লগটি পড়ে আপনার প্রতিক্রিয়া কী?
খুশি
0
আরও উন্নত হতে পারে
0