চিরুনি করার সুন্নাত তরীকা

প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক থেকে চিরুনি করা আরম্ভ করতেন। -শামায়েল

প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে সিঁথি ছাড়াই মাথার কেশ পরিপাটি করতেন, কিন্তু পরবর্তীকালে সিঁথি করা শুরু করেছিলেন । -শামায়েল

রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার মাঝখানে সিঁথি করতেন। —আদাবুন্নবী

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন চিরুনি করতেন না, বরং একদিন অন্তর অন্তর চিরুনি করতেন।

অন্য রেওয়ায়াতে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন চিরুনি না করে মাঝে মাঝে চিরুনি করতেন। -শামায়েল তিরমিযী

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণতঃ প্রথমে মাথায় বা দাঁড়ি মুবারকে তেল ব্যবহার করতেন, এরপর চিরুনি ব্যবহার করতেন। -যাদুল মা’আদ

তথ্যসূত্রঃ

কিতাবঃ তা’লীমুস সুন্নাহ ও আমালে প্রচলিত ভুল সংশোধন সংকলকঃ অধ্যক্ষ মুহাম্মাদ মিজানুর রহমান চৌধুরী খলীফা – মুহিউস সুন্নাহ শাহ আবরারুল হক রহঃ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *