চুলের সুন্নাতসমূহ

১. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পবিত্র মাথার চুলের দৈর্ঘ্য এক বর্ণনা অনুযায়ী কানের মাঝখান পর্যন্ত এবং অন্য বর্ণনা অনুযায়ী কাঁধ পর্যন্ত এবং অন্য বর্ণনা মোতাবেক কানের লতি পর্যন্ত ছিলো। এ ছাড়া কাঁধ বা কাঁধের কাছাকাছি দৈর্ঘ্যের বর্ণনাও কোনো কোনো রেওয়ায়েতে আছে। -শামায়েলে তিরমিযী ২৪ পৃষ্ঠা :

২. গোটা মাথা মুণ্ডানোও সুন্নাত। তবে যদি কেউ চুল কেটে ছোট করে রাখতে চায়, তাহলে গোটা মাথার চুল সমানভাবে বরাবর করে রাখতে হবে। পিছন দিকে ছোট, আর সামনের দিকে লম্বা চুল রাখা জায়েয নয়।

৩. মাথায় টিকি রাখা বা কোনো দরগায় মান্নত মেনে জন্মচুল রাখা হারাম।

৪. পুরুষের জন্য মহিলাদের ন্যায় চুল রেখে খোপা বাঁধা জায়েয নয়।

৫. মহিলাদের মাথা মুণ্ডানো বা চুল ছাঁটা হারাম।

৬. পাকা চুল দাঁড়িতে খেযাব লাগানো মুস্তাহাব, কিন্তু কালো খেযাব লাগানো মাকরুহ। -সহীহ মুসলিম

৭. পুরুষ হয়ে স্ত্রীর বেশ এবং স্ত্রী হয়ে পুরুষের বেশ ধারণ করা হারাম। -সহীহ বুখারী

৮. অন্যের চুল এনে নিজের চুল বাড়ানো এবং শরীরে উল্কি আঁকা হারাম।

১০. এক মুঠের বেশি না হলে দাঁড়ি কাটা নিষেধ। তবে যদি এক আধটা বেশি লম্বা হয়ে যায় তা সমান করা যেতে পারে।

১১. মাথায় চুল রাখলে তার যত্ন করা উচিত। ধুয়ে তেল লাগিয়ে চিরুনি দ্বারা আঁচড়িয়ে পরিপাটি করে রাখবে। দাঁড়িরও এই হুকুম, কিন্তু বেশি সাজসজ্জায় লিপ্ত হওয়া খারাপ। -জামে তিরমিযী

১২. ছোট ছেলেদের মাথার চুল রাখা অপেক্ষা কামিয়ে ফেলা ভালো।

১৩. দুই একটা চুল-দাঁড়ি পাকলে তা উপড়ে ফেলবে না।

হযরত আবদুল্লাহ ইবনে আমর রাযি. থেকে বর্ণিত আছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা চুল উঠাতে নিষেধ করেছেন এবং ইরশাদ করেছেন, এই বার্ধক্য মুসলমানের নূর-জামে তিরমিযী হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত আছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাদা চুল তুলে ফেলো না। কেননা এটা কেয়ামতের দিন নূরের কারণ হবে। যখন কোনো মুসলমানের একটি চুল সাদা হয়, তখন এর কারণে তার জন্য একটি নেকী লিখে দেয়া হয়, একটি গুনাহ মাফ করে দেয়া হয় এবং একটি মর্তবা বুলন্দ করে দেয়া হয়। -সহীহ ইবনে হিব্বান

তথ্যসূত্রঃ

কিতাবঃ তা’লীমুস সুন্নাহ ও আমালে প্রচলিত ভুল সংশোধন সংকলকঃ অধ্যক্ষ মুহাম্মাদ মিজানুর রহমান চৌধুরী খলীফা – মুহিউস সুন্নাহ শাহ আবরারুল হক রহঃ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *