চুপ হয়ে গেলেন কাজী ইবনে শুবরুমা
এক ব্যক্তি মৃত্যুর পূর্বে ইমাম আবু হানীফা রহ. এর জন্য অসিয়্যাত করে গিয়েছিলো। আবু হানীফা রহ. সেখানে উপস্থিত ছিলেন না। লোকটির মৃত্যুর পর ইমাম আবু হানীফা রহ. কাজী ইবনে শু রহ. এর আদালতে গিয়ে বিষয়টি উত্থাপন করেন।
ইমাম আবু হানীফা রহ. সাক্ষী পেশ করে বললেন, অমুক ব্যক্তি মৃত্যুর সময় আমার জন্য অসিয়্যাত করে গিয়েছে ।
কাজী ইবনে শুবরুমা রহ. বললেন, আপনি কি কসম করে বলতে পারবেন, আপনার সাক্ষী সত্য বলছে? ইমাম আবু হানীফা রহ. বললেন, আমার উপর কসম আসে না। কেননা, আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না ৷
কাজী ইবনে শুবরুমা রহ. বললেন, আপনার কিয়াসে কোনো কাজ হবে না । আপনার দাবি প্রমাণ করার জন্য কসম করুন ।
ইমাম আবু হানীফা রহ. বললেন, আচ্ছা বলুন তো! এক ব্যক্তি এক অন্ধ লোকের মাথা ফাটিয়ে ফেললো। আর দুইজন সাক্ষীও সাক্ষ্য প্রদান করলো। তখন কি অন্ধ লোকটি কসম করে বলবে, আমার সাক্ষী সত্য বলছে? অথচ সে দেখেনি।
কাজী ইবনে শুবরুমা রহ. একেবারে চুপ হয়ে গেলেন এবং ইমাম আবু হানীফা রহ. এর অসিয়্যাতের দাবি মেনে নিলেন।
তথ্যসূত্র:
বই : ইমাম আযম আবু হানীফা রহ. এর ঈমানদীপ্ত গল্প
লেখক : মুফতি মাহফুজ মোসলেহ