দাঁড়ি রাখার সুন্নাত নিয়ম
হাদীসের বাণী عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَالِفُوا الْمُشْرِكِينَ أحْفُوا الشَّوَارِبَ وَأَوْفُوا اللَّحَى
“হযরত ইবনু ‘উমার রা. সূত্রে বর্ণিত। তিনি বলেন নবী করীম স. বলেছেন, তোমরা মুশরিকদের বিপরীত কাজ করবে দাঁড়ি লম্বা রাখবে, গোঁফ ছোট করবে। ”আস সহীহ লিল বুখারী, পর্ব ৭৭: পোশাক, অধ্যায় ৬৪, হাদীস নং ৫৮৯২; মুসলিম, পর্ব ২: পবিত্রতা অধ্যায় ১৬, হাদীস নং ২৫৯।
অন্য হাদীসে রাসূলুল্লাহ সা. বলেন- عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَحْفُوا الشَّوَارِبَ وَأَعْفُوا اللَّحَى
“হযরত ইবনু ‘উমার রা. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ স. ইরশাদ করেন, তোমরা গোঁফ বেশি ছোট করবে এবং দাঁড়ি বড় রাখবে। ( ”আস সহীহ লিল বুখারী, পর্ব ৭৭: পোশাক, অধ্যায় ৬৫, হাদীস নং ৫৮৯৩; মুসলিম, পর্ব ২: পবিত্রতা, অধ্যায় ১৬, হাদীস নং ২৫৯ )
তথ্যসূত্র :
বই: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ১০০০ সুন্নাত
লেখক: শাইখ খালীল আল হোসেনান
অনুবাদক: মাওলানা ডক্টর শাহ্ মুহাম্মাদ আবদুর রাহীম