দাঁড়ি রাখার সুন্নাত ও আদবসমূহ

১. দাঁড়ি রাখা ওয়াজিব। দাঁড়ি মুণ্ডানো বা এক মুঠের চেয়ে কম রেখে ছাঁটা বা উপড়ানো হারাম। এক মুঠের চেয়ে লম্বা হলে তা ছেটে ফেলা জায়েয আছে। এরূপ চতুর্দিক থেকে সমান করার জন্য কিছু কিছু ছেঁটে ফেলা বৈধ। তবে এমনভাবে ছাঁটবে না যে দাঁড়ি এক মুষ্টির কম হয়ে যায়।

২. দাঁড়ি রাখা সকল নবী-রাসূল ও ওলি-আউলিয়ার সুন্নাত।

৩. দাঁড়ি এক মুঠের চেয়ে খুব বেশি লম্বা রাখা সুন্নাতের খেলাফ।

ইসলাহ : দাঁড়ি তিন দিকে এক মুষ্টি পরিমাণ রাখা ওয়াজিব। যারা দাঁড়ি ছেঁটে কিংবা এক মুষ্টির কম রাখে, তাদের আযান ও ইমামতি করা মাকরূহে তাহরীমী।

দাঁড়ি মুণ্ডানো বা এক মুষ্টির কম ছাঁটা তিনটি গুনাহের সমষ্টি।

ক. মানব স্বভাবের বিরোধিতা।

খ. সকল নবী আলাইহিস সালামগণের বিরোধিতা I

গ. শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহর সৃষ্টিতে বিকৃতি সাধন। দাঁড়ি মুণ্ডানো চব্বিশ ঘণ্টা লাগাতর গুনাহ দাঁড়ি মুণ্ডানোর গুনাহ চুরি এবং যিনার চেয়ে ভয়াবহ। কেননা এগুলো হল সাময়িক গুনাহ। কিন্তু দাঁড়ি মুণ্ডানো বা এক মুষ্টির কমে ছাটার গুনাহ চব্বিশ ঘন্টা লাগাতর গুনাহ। দাঁড়ি মুণ্ডানো ব্যক্তি নামাযেও গুনাহগার, হজ্বেও গুনাহগার, রোযা অবস্থায়ও গুনাহগার, যাকাত দেয়ার সময়ও গুনাহগার এবং কুরবানী করার সময়ও গুনাহগার। মোটকথা সকল ইবাদতের সময়ই এই গুনাহ প্রকাশ্যভাবে তার সঙ্গে সঙ্গে থাকে ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *